স্টেটাসে ভিডিও পোস্টে লাগাম টানল WhatsApp। সেখানে 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাবে না। আপাতত শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সময়সীমা বেঁধেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।
WhatsApp স্টেটাসে সর্বোচ্চ 15 সেকেন্ড ভিডিও পোস্ট করা যাবে
লকডাউনের কারণে অনলাইনে কাজ করছেন গোটা দেশের মানুষ। তাই ইন্টারনেট পরিষেবাকে সুস্থ রাখতে একাধিক কোম্পানি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি YouTube, Netflix সহ একাধিক ভিডিও স্ট্রিমিং কোম্পানি নিজেদের ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। একই পথে হেঁটে এবার স্টেটাসে ভিডিও পোস্টে লাগাম টানল WhatsApp। সেখানে 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাবে না। আপাতত শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সময়সীমা বেঁধেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।
WABetaInfo ওয়েবসাইটে প্রথম এই তথ্য সামনে এসেছে। লেটেস্টে বিটা ভার্সন 2.20.107 ও লেটেস্ট স্টেবল ভার্সন 2.20.89 -এ ইতিমধ্যেই 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাচ্ছে না। 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও স্টেটাসে পোস্ট করার চেষ্টা করলে জানানো হচ্ছে, “আপনার স্টেটাসের ভিডিওতে প্রথম 15 সেকেন্ড দেখানো হবে।”
![]()
ভিডিওর যে কোন অংশ কেটে নেওয়া যাবে
যদিও গ্রাহক চাইলে ভিডিওর মাঝের যে কোন 15 সেকেন্ড সিলেক্ট করে স্টেটাসে পোস্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে আয়তাকার বাক্সটি সরিয়ে নিতে হবে।
করোনায় ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ, বিশ্বব্যাপী হুহু করে বাড়ছে WhatsApp ব্যবহার
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
লকডাউনের সময় ইন্টারনেট পরিষেবার উপরে চাপ কমানোর জন্যই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে WhatsApp। যদিও এই বিষয়ে এখনও WhatsApp-এর তরফ থেকে কোন মন্তব্য প্রকাশ্যে আসেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Magic 8 Pro Air Key Features Confirmed; Company Teases External Lens for Honor Magic 8 RSR Porsche Design
Resident Evil Requiem Gets New Leon Gameplay at Resident Evil Showcase