YouTube কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে সীমাবদ্ধতা আরোপ করছে
Photo Credit: Unsplash/Christian Wiediger
সকাল হোক বা রাত যেসব ভিডিয়ো YouTube অ্যাপে সার্চ করলেই সামনে চলে আসত, এখন আর সেগুলো খোলা যাচ্ছে না। এমনকি ভিডিয়ো আপলোড করলেও সেটা স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে না নিজের পছন্দমতো বিজ্ঞাপনও। এমন সমস্যার সম্মুখীন হলে শুধু আপনি নন, প্রচুর ব্যবহারকারীর অ্যাকাউন্টে পরিবর্তন আনা হচ্ছে। আসলে YouTube-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে যেসব ভিডিয়ো আপলোড করা থাকে, সেগুলো কিন্তু সব বয়সের দেখার জন্য উপযুক্ত নয়। স্মার্টফোন সহজলভ্য হওয়ার কারণে প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ভিডিয়োও এখন কিশোর-কিশোরীদের হাতে চলে যাচ্ছে। ভিডিওর বিষয়বস্তু বা দৃশ্য অনেক ক্ষেত্রেই তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে।
তাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বৃদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীর বয়স যাচাই করার প্রদ্ধতি আরও ব্যাপকভাবে চালু করছে ইউটিউব। এই প্রযুক্তি একটি কাস্টম এআই মডেল ব্যবহার করে ব্যবহারকারীর ইউটিউব ভিডিও দেখার ইতিহাস এবং অ্যাকাউন্টের বয়স বিশ্লেষণ করে নির্ধারণ করে যে, সে অপ্রাপ্তবয়স্ক নাকি 18 বছরের উর্দ্ধে।
ইউটিউব যদি কোনও ব্যবহারকারীকে অপ্রাপ্তবয়স্ক বলে চিহ্নিত করে, তাহলে সেই অ্যাকাউন্টে বেশ কয়েকটি বিধিনিষেধ যুক্ত করে। তবে ব্যবহারকারী চাইলে সরকারি পরিচয়পত্র, সেলফি বা ক্রেডিট কার্ড দিয়ে নিজের বয়স প্রমাণ করতে পারবে। যদি ইউটিউব মনে করে কোনও অ্যাকাউন্ট কিশোর-কিশোরীর, তবে কয়েকটি সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে। প্রথমেই প্রাপ্তবয়স্কদের জন্য বানানো বয়সসীমা যুক্ত (age-restricted) ভিডিও দেখা যাবে না।
বিজ্ঞাপন আর ব্যক্তিগতকৃত বা পার্সোনোলাইজড থাকবে না৷ এছাড়াও, ভিডিও আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট হয়ে যাবে৷ সহজ কথায়, ইউটিউব তাদের প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্কদের ভিডিওগুলি 18 বছরের কম অর্থাৎ কিশোর-কিশোরীদের থেকে দূরে রাখতে চাইছে। ইউটিউবে AI-ভিত্তিক বয়স যাচাইয়ের পদ্ধতি আগস্টের মাঝামাঝি কার্যকর হলেও, বিগত কয়েকদিন ধরে প্রচুর প্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট হঠাৎ করে ‘মাইনর অ্যাকাউন্ট' বা কিশোরদের অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গিয়েছে।
প্রথমে 9to5Google এই বিষয়টি নজরে আনে। এরপর রেডিটের r/YouTube সাবরেডিটে একাধিক ইউজার অভিযোগ করেন যে, তারা ইউটিউবে একটি পপ-আপ বক্স দেখতে পেয়েছেন। সেই বক্সে লেখা ছিল, ইউটিউব তাদের অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করছে। কারণ কোম্পানি নিশ্চিত হতে পারেনি যে তারা প্রাপ্তবয়স্ক (18 বছরের বেশি)।
অর্থাৎ, যাদের বয়স যাচাই হয়নি বা ইউটিউব সন্দেহ করছে তারা হয়তো নাবালক, তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এই পরিবর্তন আনা হচ্ছে। ভিডিয়ো প্ল্যাটফর্মটি নিজেই স্বীকার করেছে যে, ব্যবহারকারীদের বয়স শনাক্ত করার ক্ষেত্রে সিস্টেম ভুল করতে পারে। যদি এটি ঘটে এবং কোনও অ্যাকাউন্ট ভুল করে নাবালক হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে ব্যবহারকারীদের সরকারি আইডি জমা দিয়ে, নিজের সেলফি আপলোড করে, অথবা ক্রেডিট কার্ডের বিবরণ যোগ করে বয়স যাচাই করতে হবে। তবে গুগলের এই নতুন নিয়মে তথ্যের গোপনীয়তার অধিকার ভঙ্গি হচ্ছে বলে অভিযোগ করছেন নেটিজেনরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.