Amazon Pay থেকে 1000 টাকা বা তার বেশী কেনাকাটা করলে গ্রাহকরা 250 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তিন দিনের মধ্যে ক্যাশব্যাক পৌঁছে যাবে।
ভারতে কোম্পানির পঞ্চম বর্ষপূর্তিতে একাধিক ক্যাশব্যাক অফার দিচ্ছে অ্যামাজন। Amazon Pay ব্যাবহার করে 1000 টাকা বা তার বেশি কেনাকাটায় 250 টাকা ক্যাশব্যাক দেবে অ্যামাজন। 2013 সালে ভারতে ব্যাবসা শুরু করে সিয়াটেলের এই কোম্পানিটি। শুরুতেই এদেশে দারুন জনপ্রিয়তা পেয়েছিল এই ই কমার্স ওয়েবসাইট। এরপরে কোম্পানি লঞ্চ করে Amazon Prime পেইড সাবস্ক্রিপশান সার্ভিস। এর সাথেই ভারতেই বাজারে লঞ্চ হয়েছে কোম্পানির Amazon Prime Video, Alexa ভয়েস অ্যাসিসটেন্ট ও Amazon Music এর মতো সার্ভিসগুলি। ভারতের ই কমার্স বাজারে প্রায় 30% শেয়ার রয়েছে অ্যামাজনের।
Amazon Pay থেকে 1000 টাকা বা তার বেশী কেনাকাটা করলে গ্রাহকরা 250 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। অর্ডার শিপ হওয়ার তিন দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে এই ক্যাশব্যাক পৌঁছে যাবে। একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাকের সুবিধা নিতে পারবেন।
এখন দেশের 13 টি রাজ্যের 50 টি ফুলফিলমেন্ট সেন্টার থেকে নিজেদের প্রোডাক্ট শিপ করে অ্যামাজন। এছাড়াও কোম্পানির সিইও জানিয়েছেন এই মুহুর্তে 5টি ভারতীয় ভাষায় Kindle বুক স্টোরে ই বুক পাওয়া যাচ্ছে। এর মধ্যেই রয়েছে হিন্দি, গুজরাটি, মারাঠী, মালায়ালাম ও তামিল। এছাড়াও তিনি জানিয়েছেন ভারতীয়দের সাথে হাত মিলিয়ে একাধিক অরিজিনাল প্রাইম কনটেন্ট নিয়ে আসবে অ্যামাজন।
“গত দুই বছর অ্যামাজন ইন্ডিয়াকে ভারতের সবথেকে বেশি ভিসিট হওয়া শপিং ওয়েবসাইটের মর্যাদা দেওয়ার জন্য ভারতবাসীকে ধন্যবাদ জানাই।” বলে জানিয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজস। তিনি আরও বলেন “ভারতের প্রত্যেক পিন কোডেই ডেলিভারী করেছে অ্যামাজন। কয়েক হাজার ভারতীয় ব্যাবসায়ী এখন অ্যামাজনের মাধ্যমে ব্যাবসা করেন।”
“আমাদের যাত্রার প্রথম 5 বছর পূর্ণ হল।” এছাড়াও অ্যামাজন ইন্ডিয়াকে ‘ভারতের নিজের দোকান’ বলে মন্তব্য করেছে তিনি।
প্রসঙ্গত ভারতে অ্যামাজনের প্রধান প্রতিদ্বন্দী ফ্লিপরকার্ট। সম্প্রতি ফ্লিপকার্টের 77% মালিকানা কিনে নিয়েছে মার্কিন রিটেল জায়েন্ট ওয়ালমার্ট। প্রায় 16 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 1,07,000 কোটি টাকা) দামে এই কোম্পানি কিনেছে ওয়ালমার্ট। এক রিপোর্টে জানানো হয়েছে 2027 সালে 11 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 74,000 কোটি টাকা) ব্যাবসা করবে অ্যামাজন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench