Photo Credit: Twitter / @masujun
জাহাজে করোনাভাইরাসের প্রকোপে কয়েকশো মানুষ আটকে রয়েছেন। সেই জাহাজেই দুই হাজার iPhone বিলি করল জাপান সরকার। করোনাভাইরাস সংক্রমণের খবর আসার পর থেকেই এই বিলাসবহুল জাহাজকে আলাদা করে রাখা হয়েছে। এই জাহাজের যাত্রী, কর্মীদের মোট দুই হাজার iPhone দিয়েছে জাপান সরকার। ডাক্তারের সঙ্গে যোগাযোগ, ওষুধের আবেদন ও আতঙ্ক থেকে বাঁচতে মনোবিদের সঙ্গে যোগাযোগের জন্য এই ব্যবস্থা নিয়েছে জাপান সরকার। এই জাহাজেই প্রায় 350 করোনাভাইরাস আক্রান্ত রয়েছেন।
সম্প্রতি এই রিপোর্টে জানানো হয়েছে, জাপান সরকারের বিভিন্ন দপ্তর একত্রিত হয়ে এই জাহাজে মোট দুই হাজার iPhone পাঠানো হয়েছে। এই সব ফোনেই Line অ্যাপ প্রি-ইন্সটল থাকছে। এই অ্যাপ ব্যবহার করে জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। এই জাহাজের প্রত্যেক কেবিনে যেন একটি iPhone থাকে তা নিশ্চিত করার চেষ্টা করেছে জাপান সরকার।
করোনাভাইরাসের প্রকোপে অনলাইনে লঞ্চ হবে Realme X50 Pro 5G
今回、#ダイヤモンドプリンセス号 の乗客の皆様へ、厚労省、SB社、LINE社の連携の下、LINEを入れたiPhoneを2000台をご提供させていただきました
— 舛田 淳(Masuda Jun)/LINE (@masujun) February 14, 2020
LINE経由での乗客への情報を提供を実現し、さらに心理カウンセラー、医師へのオンライン相談が可能となりました
※写真は有志たち#新型コロナウィルス pic.twitter.com/o9n8o9WSix
জাপানের বাইরে থাকলে জাহাজের স্মার্টফোনে Play Store অথবা App Store থেকে Line অ্যাপ ইন্সটল করতে সমস্যা হতে পারে। এই কারণেই Line অ্যাপ ইন্সটল করে নতুন এই ফোন জাহাজে পাঠানো হয়েছে। আপাতত 19 ফেব্রুয়ারি পর্যন্ত এই জাহাজকে আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন