12 অক্টোবর শুরু হচ্ছে Flipkart Big Diwali Sale। এই সেলে সস্তা হবে Realme C2, Redmi Note 7 Pro, Redmi Note 7S, Samsung Galaxy S9, Moto E6s, Vivo V17 Pro, Realme 5 সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন। 16 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। 12 অক্টোবর এই সেলে বিক্রি শুরু হবে সম্প্রতি লঞ্চ হওয়া Redmi 8। স্মার্টফোনে বিশাল ছাড়ের সাথেই থাকছে নো-কস্ট ইএমআই, পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় আর মাত্র ১ টাকায় কমপ্লিট মোবাইল প্রোটেকশন।
বিনামূল্যে ফোন করার দিন শেষ, এবার প্রতি মিনিটে পয়সা গুনতে হবে Jio গ্রাহকদের
12 অক্টোবর শুরু হওয়া এই সেলে 10,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 7 Pro। 48 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনের দাম 13,999 টাকা। Redmi Note 7 Pro এর ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট। 5,999 টাকায় পাওয়া যাবে Realme C2। নতুন ডায়মন্ড রুবি আর ডায়মন্ড সাফায়ার রঙে পাওয়া যাবে এই ফোন।
8,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 7S। একই দামে পাওয়া যাবে Realme 5। 29,999 টাকা থেকে Samsung Galaxy S9 ফোনের দাম শুরু হচ্ছে।
64MP ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে Redmi Note 8 Pro: আর কী থাকছে?
16,999 টাকা থেকে পাওয়া যবে Samsung Galaxy A50। 24,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi K20 Pro।
এছাড়াও এই সেলে বিক্রি শুরু হবে Moto E6s, Vivo V17 Pro আর Motorola One Macro। 29,999 টাকা থেকে পাওয়া যাবে Pixel 3a আর Pixel 3a XL। এছাড়াও সস্তা হবে Yu Ace, Nokia 6.1, Lenovo K10 Note, Vivo V15 সহ একাধিক স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন