কেনাকাটার স্বাধীনতা! বিগ ফ্রিডম সেল আনছে ফ্লিপকার্ট

কেনাকাটার স্বাধীনতা! বিগ  ফ্রিডম সেল আনছে  ফ্লিপকার্ট

অ্যাপেল থেকে শুরু করে কয়েকটি স্মার্ট ফোনের ওপর ৪0 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 

হাইলাইট
  • ফ্লিপকার্ট সেল শুরু হবে এ মাসের 10 তারিখ থেকে
  • ছাড়ের ধরন কেমন হবে তা স্পষ্ট হয়নি
  • অ্যামাজনের সেল শুরু হবে ঠিক একদিন আগে
বিজ্ঞাপন

কেনাকাটার স্বাধীনতা! স্বাধীনতা দিবসের আগেই তিন দিনের বিগ ফ্রিডম সেল- এর ঘোষণা করল ফ্লিপকার্ট। ওই একই সময় অ্যামাজনও সেল দিচ্ছে। ফ্লিপকার্ট সেল শুরু হবে এ মাসের 10  তারিখ থেকে। আর অ্যামাজনের সেল শুরু হবে ঠিক একদিন আগে। সেটিও চলবে তিন দিন। ছাড়ের ধরন কেমন হতে চলেছে তা না জানলেও এটা স্পষ্ট মোবাইল থেকে শুরু করে ল্যাপটপের ওপর ছাড় দেবে ফ্লিপকার্ট।           

সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে 10 শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাবে। সেল চলাকালীন প্রতি আট ঘণ্টায় বড় ধরনের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছে ফ্লিপকার্ট। শুধু তাই নয় ক্যালেন্ডারে 10 তারিখ হওয়ার পর প্রথম দুঘণ্টা ছাড় থাকবে সবচেয়ে বেশি। এর বাইরে প্রতিদিন সন্ধ্যা 7:47 থেকে 8:18, এই  31 মিনিট মিলবে বাড়তি ছাড়।

অন্য কিছু জানা না গেলেও এটা স্পষ্ট অ্যাপেল থেকে শুরু করে কয়েকটি স্মার্ট ফোনের ওপর 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।   

সেলের এই ‘মহারণে’ এগিয়ে থাকতে প্রস্তুতি এখন  থেকেই শুরু করে দেওয়া ভাল। এখন থেকেই কোন সামগ্রী কিনতে হবে সেই খোঁজ নিয়ে না রাখলে পরে সমস্যা হতে পারে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Amazon
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »