প্রতিরক্ষায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহারের কথা ভারছে ভারত

প্রতিরক্ষায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহারের কথা ভারছে ভারত

Photo Credit: Twitter/ ADG PI - Indian Army

বিজ্ঞাপন

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহারের কথা ভারছে ভারত। জাতীয় সুরক্ষা ও সেনার কৌশলগত কাজে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহারের কথা নিয়ে আলোচনা চলছে। বিমান, নৌ, স্থল, সাইবার, পারমানবিক ও জৈবিক যুদ্ধে ডুয়াল টেকনোলজি ব্যবহারের কথা নিয়ে আলোচনা চলছে।

লোকসভার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছেন মন্ত্রক ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও মেশিল লার্নিং ব্যবহারে সুবিধা অসুবিধাগুলি খতিয়ে দেখছে।

জাতীয় সুরক্ষার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহারের সুবিধা ক্ষতিইয়ে দেখার জন্য এই বছর ফেব্রুয়ারী মাসে সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ও স্টার্ট আপের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন।

টাটা সন এর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের নেতৃত্বে জাতিয় সুরক্ষায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহারের নকশা তৈরীর কাজ চলছে।

সমীক্ষা করে 30 জুন এই কমিটি রিপোর্ট পেশ করেছে। ভারতে প্রতিরক্ষায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কতটা প্রয়োজনীয় তা জানানো হয়েছে এই রিপোর্টে।

ভামরে জানিয়েছেন, আভ্যন্তরীন ও প্রতিরক্ষা ক্ষেত্রে আর্টিগিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে ভারতকে শক্তিশালী করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার শুধুমাত্র বেসরকারী ক্ষেত্রেই সীমাবদ্ধ রয়েছে। এই রিপোর্টে স্টার্ট আপ ও বাণিজ্যিক সংগঠনের সাথে হাত মিলিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: AI

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »