বিপদে কেরালার মানুষের পাশে দাঁড়ালো মার্কিন টেক জায়েন্ট Apple। কেরালা বন্যাত্রানে 7 কোটি টাকা আনুদান ঘোষণা করল সিলিকন ভ্যালির কোম্পানিটি।
“কেরালার বন্যায় আমরা মর্মাহত। সেই রাজ্যে বন্যাত্রানে 7 কোটি টাকা দান করেছে কোম্পানি। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এই টাকা দেওয়া হয়েছে। যে সব মানুষ ঘড় ছাড়া তাঁদের ঘড়ে ফেতারে এই অনুদান করেছে কোম্পানি।” বলে এক বিবৃতিতে জানিয়েছে Apple।
কোম্পানির ওয়েবসাইট, App Store ও iTunes Store এ গ্রাহকদের কেরালায় সাহায্য করার আবেদন জানিয়েছে Apple।
“এর সাথেই আমরা iTunes ও App Store এ ডোনেশান বাটন শুরু করেছি। যে সব গ্রাহকরা কেরালায় বন্যাত্রানে অনুদান দিতে চান তাঁরা এই বাটনে ক্লিক করে দান করতে পারেন।” জানিয়েছে Apple। এর আগেও বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় ত্রানের জন্য iTunes ও App Store থেকে অনুদান সংগ্রহ করেছে Apple।
এই বাটনে ক্লিক করে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা $5, $10, $25, $50, $100 ও $200 কেরালায় অনুদান দিতে পারবেন।
ইতিমধ্যেই কেরালায় ভয়াবহ বন্যায় 417 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও সেই রাজ্যে ত্রান শিবিরে 8.69 লক্ষ মানুষ রয়েছেন। সারা রাজ্যে মোট 2,787 টি ত্রান শিবিরে এই স্মরণার্থীরা রয়েছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন