Photo Credit: Akhil Arora/Gadgets 360
করোনাভাইরাসের কারণে ‘তালাবন্ধ' প্রায় গোটা দেশ। সবাই বাড়ি থেকে ইন্টারনেটের মাধ্যমে কাজ করছেন। অনেকে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসে সিনেমা ও সিরিজ দেখে সময় কাটাচ্ছেন। ভিডিও স্ট্রিমিং হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ার কারণে দেশের ইন্টারনেট পরিকাঠামো স্লো হয়ে যেতে পারে। ফলে ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিল Netflix। কোয়ালিটি কমলেও রেসলিউশনে কোন তফাৎ হবে না। এখনও HD ও 4K ভিডিও স্ট্রিম করা যাবে। যদিও ভিডিওর বিট রেট আগের থেকে অনেকটা কমিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং কোম্পানিটি।
সম্প্রতি ইউরোপে হাই ডেফিনিশনের পরিবর্তে স্ট্যান্ডার্ড ডেফিনিশন স্ট্রিম করতে শুরু করেছিল Netflix। যদিও ভারতে রেসোলিউশন কমানোর সিদ্ধান্ত নেয়নি কোম্পানিটি। ভারতে Netflix -এর সবথেকে জনপ্রিয় প্ল্যানে HD স্ট্রিম করা যায় না। তাই বেশিরভাগ গ্রাহক স্ট্যান্ডার্ড ডেফিনিশন স্ট্রিম করছেন।
Hotstar জানিয়েছে বেশিরভাগ গ্রাহক বিনামূল্যে পরিষেবা ব্যবহার করেন। শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকরাই HD স্ট্রিম করতে পারেন। তাই সারা দেশে খুব বেশি গ্রাহক এই মুহূর্তে হাই ডেফিনিশন স্ট্রিম করছেন না।
নতুন গ্রাহকদের বিনামূল্যে ব্রডব্যান্ড ব্যবহারের সুবিধা করে দিল JioFiber
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এছাড়াও ভারতে স্ট্রিমিং বাজারে Netflix-এর জনপ্রিয়তা খুব বেশি না। ভারতে স্ট্রিমিং দুনিয়ায় এক নম্বরে রয়েছে YouTube। Gadgets 360-র তরফ থেকে এই বিষয়ে একাধিকবার এই বিষয়ে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর মেলেনি। ইউরোপে Netflix-এর সঙ্গেই স্ট্রিমিং কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল Youtube।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন