Mi TV 4 এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করল Xiaomi। 75 ইঞ্চির নতুন এই মডেল লঞ্চ করেছে চিনের এই কোম্পানিটি।
মাত্র 11.4 মিমি পাতলা Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলটি।
Mi TV 4 এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করল Xiaomi। 75 ইঞ্চির নতুন এই মডেল লঞ্চ করেছে চিনের এই কোম্পানিটি। বৃহস্পতিবার বেজিং এ কোম্পানির বার্ষিক লঞ্চ ইভেন্টে এই টিভি লঞ্চ করেছে Xiaomi। এই একই ইভেন্টে Xiaomi লঞ্চ করেছে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ Mi 8 স্মার্টফোন। এছাড়াও লঞ্চ হয়েছে Mi 8 SE স্মার্টফোন, Mi Band 3 ও একটি VR হেডসেট। 2017 সালে প্রথম Mi TV 4 সিরিজ লঞ্চ করেছিল Xiaomi। তখন এই সিরিজের 49, 55 ও 65 ইঞ্চির টিভিগুলি লঞ্চ করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ভারতে আসে Mi TV 4 এর 55 ইঞ্চি মডেলটি। আর এবার এই সিরিজের সবথেকে বড় টিভি লঞ্চ করল Xiaomi।
আগামী 10 জুন থেকে চিনে বিক্রি শুরু হবে নতুন Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলটি। এখন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে প্রি অর্ডার করা যাবে এই টিভি। চিনে 75 ইঞ্চি এই টিভির দাম 8,999 ইউয়ান (প্রায় 95,000 টাকা)। শুধুমাত্র কালো রঙ্গেই কেনা যাবে এই টিভি। এই টিভিতেও থাকবে কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্টেন্ট। 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলের সাথেই এই টিভির রিফ্রেশ রেট 60Hz। Mi TV 4 75 ইঞ্চি এর ভিতরে থাকবে 2GB RAM, 64-bit ARM-A53 প্রসেসার আর ডলবি অডিও।
মাত্র 11.4 মিমি পাতলা Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলটি। এই টিভির ভিতরে 32GB ইন বিল্ট স্টরেজ থাকছে। এছাড়াও থাকবে কোম্পানির নিজস্ব PatchWall ইন্টারফেস। একাধিক প্রিলোডেড অ্যাপ ও ফিচার থাকবে এই টিভিতে। কানেক্টিভিটির জন্য Mi TV 4 এ থাকবে তিনটি HDMI পোর্ট, একটি AV পোর্ট, দুটি USB পোর্ট, একটি Ethernet পোর্ট, WiFi ও Bluetooth।
Mi TV 4 এর নতুন 75 ইঞ্চি মডেলে থাকবে Cortex A53 কোয়াড কোর চিপসেট। এর সাথেই থাকবে Mali T830 GPU। দুটি 8W স্পিকার আছে নতুন Mi TV 4 এ। এর সাথেই থাকবে ডলবি ওদিও সাপোর্ট। ভারতে এই টিভি কবে লঞ্চ হবে তা জানায়নি Xiaomi। আর ভারতে লঞ্চের আগে ভারতের বাজারের জন্য ঢেলে সাজানো হবে নতুন PAtchWall ইউজার ইন্টারফেস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Will Try to Absorb Increased Cost of Components Ahead of Upcoming Product Launches, Executive Says
Motorola Edge 70 Launched With Snapdragon 7 Gen 4 Chipset, Slim 5.99mm Profile: Price, Specifications