নতুন আপডেট পেল Asus ZenFone Max Pro M1। এই আপডেটে Asus ZenFone Max Pro M1 ফোনে নতুন কোন ফিচার যোগ হয়নি। তবে অনলাইন জগতে ZenFone Max Pro M1 ফোনকে আরও সুরক্ষিত করতে এই ফোনে 2019 সালের জানুয়ারি মাসের লেটেস্ট অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। ফার্মওয়্যার-ওভার-দ্য-এয়ার (FOTA) এর মাধ্যমে এই ফোনে নতুন আপডেট পৌঁছাবে।
আরও পড়ুন: এটাই বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা
নতুন আপডেটেও ZenFone Max Pro M1 ফোনে Android 9.0 Pie আপডেট পাঠায়নি Asus। জানা গিয়েছে ফেব্রুয়ারী মাসে Asus ZenFone Max Pro M1 মাসে লেটেস্ট অ্যানড্রয়েড ভার্সান পৌঁছাবে। OPM1.WW_Phone-15.2016.1811.338-20181206 ভার্সানের হাত ধরে ZenFone Max Pro M1 ফোনে Android Oreo ভার্সানের নতুন আপডেট পৌঁছেছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই Moto G7 সিরিজের ফোনগুলির দাম ও স্পেসিফিকেশান জেনে নিন
Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।
আরও পড়ুন: কত দামে বিক্রি হবে Samsung Galaxy M10 আর Galaxy M20? জেনে নিন
Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন