20,000 টাকার কম দামে ক্যামেরায় সেরা এই স্মার্টফোনগুলি

বাজেট, প্রিমিয়াম সেগমেন্টে বহু স্মার্টফোন লঞ্চ হলেও গত কয়েক বছরে মিডরেঞ্জ সেগমেন্টে সব থেকে বেশি স্মার্টফোন লঞ্চ করেছে Samsung, Xiaomi, Realme সহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানিগুলি।  20,000 টাকার কম দামে ভারতের সেরা ক্যামেরা ফোনগুলি দেখে নিন।

20,000 টাকার কম দামে ক্যামেরায় সেরা এই স্মার্টফোনগুলি

20,000 টাকার কম দামে একাধিক ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে

বিজ্ঞাপন

প্রতি সপ্তাহেই ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। বাজেট, প্রিমিয়াম সেগমেন্টে বহু স্মার্টফোন লঞ্চ হলেও গত কয়েক বছরে মিডরেঞ্জ সেগমেন্টে সব থেকে বেশি স্মার্টফোন লঞ্চ করেছে Samsung, Xiaomi, Realme সহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানিগুলি।  15,000 টাকা থেকে 20,000 টাকা বাজেটে সম্প্রতি লঞ্চ হয়েছে একের পর এক স্মার্টফোন। নতুন স্মার্টফোন কেনার সময় চিপসেট ও ব্যাটারি ছাড়াও গ্রাহকের নজর থাকে ক্যামেরার দিকে। ভালো পারফর্মেন্সের সাথেই ভালো ছবি চাই নতুন স্মার্টফোন থেকে। আগে ভালো ক্যামেরার স্মার্টফোন কেনার জন্য প্রিমিয়াম সেগমেন্ট একমাত্র ভরসা হলেও সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্ট একের পর এক দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে। এক নজরে 20,000 টাকার কম দামে সেরা ক্যামেরা ফোনগুলি দেখে নিন।

20,000 টাকার কম দামে সেরা পাঁচটি ক্যামেরা স্মার্টফোন

Realme 5 Pro

দাম শুরু 13,999 টাকা থেকে

Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712  চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass এর সুরক্ষা।

nhmht7jg

Realme 5 Pro এর পিছনে থাকছে চারটি ক্যামেরা

ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0,  GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।

Redmi Note 7 Pro

দাম শুরু 13,999 টাকা থেকে

Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

acb574as

 Redmi Note 7 Pro ফোনে থাকছে 48MP প্রাইমারি সেন্সর

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

Vivo Z1 Pro

দাম শুরু 14,999 টাকা থেকে

ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch OS 9  স্কিন। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট, Adreno 616 GPU, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

n9rjmueg

Vivo Z1 Pro ফোনেও 48MP প্রাইমারি সেন্সর থাকছে 

ছবি তোলার জন্য Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Z1 Pro ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB 2.0 সাথে OTG, আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Z1 Pro এর ওজন 201 গ্রাম।

Samsung Galaxy M40

দাম 19,990 টাকা

Samsung Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OneUI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। Galaxy M40 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকছে Adreno 612 GPU, 6GB RAM আর 128GB  স্টোরেজ।

kp9mnpi8

 Samsung Galaxy M40 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

ছবি তোলার জন্য Samsung Galaxy M40 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy M40 ফোনে থাকছে 4G LTE, Wifi, Bluetooth, GPS আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Poco F1

দাম শুরু 17,999 টাকা থেকে

ডুয়াল সিম Poco F1 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

db2b4o1g

 Poco F1 ফোনের পিছনের ক্যামেরায় থাকছে 12MP Sony IMX363 সেন্সর

ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সর। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সর। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 মিমি হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে জলদি এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  2. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  3. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  4. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
  5. স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo
  6. 36 কোটি মানুষকে 17,000 টাকার Free AI পরিষেবা, Perplexity-এর সাথে হাত মিলিয়ে বিপ্লব ঘটাল Airtel
  7. iPhone 17 লঞ্চের আগেই আসছে Google Pixel 10 সিরিজ, সেয়ানে সেয়ানে টক্কর দুই টেক জায়ান্টের
  8. আগস্টে লঞ্চের আগেই ফাঁস Vivo Y400 5G স্মার্টফোনের দাম, এক ক্লিকে দেখুন ফিচার্স
  9. 32 মেগাপিক্সেল 4K সেলফি ক্যামেরার সঙ্গে iQOO Z10R লঞ্চ হচ্ছে 24 জুলাই, দাম জেনে নিন
  10. 7,000mAh ব্যাটারির সাথে বাজার কাঁপাতে তৈরি Lava Agni 4, লঞ্চের আগেই দাম ফাঁস
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »