Photo Credit: Twitter/ Evan Blass
মঙ্গলবার লঞ্চ হবে Google Pixel 4 আর Pixel 4 XL। মঙ্গলবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে গোটা বিশ্বের সামনে নতুন এই ফোন নিয়ে আসবে Google। Pixel 4 সিরিজের ফোনে থাকতে পারে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ডিসপ্লের উপরে ও নীচে তুলনামূলক চওড়া বেজেল থাকবে। ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই প্রথম কোন Pixel ফোনের একের বেশি ক্যামেরা থাকতে চলেছে।
Google Pixel 4 আর Pixel 4 XL লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?
YouTube থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে Google। মঙ্গলবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল 10 টায় (ভারতীয় সময় সন্ধ্যা 7 টা 30 মিনিট) Google Pixel 4, Pixel 4 XL লঞ্চ ইভেন্ট শুরু হবে। ভারতীয় মুদ্রায় প্রায় 56,000 টাকা থেকে এই ফোনের দাম শুরু হতে পারে। অনুষ্ঠান শুরু হওয়ার পরে নীচে প্লে বাটনে ক্লিক করে Google Pixel 4 আর Pixel 4 XL লঞ্চ সরাসরি দেখা যাবে।
এটাই নতুন Redmi K30, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
Pixel 4 সিরিজের দুই ফোনের ক্যামেরা ও ডিসপ্লে ঢেলে সাজিয়েছে Google। নাইট সাইট মোডে উন্নতি হতে চলেছে। এছাড়াও নতুন জেসচার কন্ট্রোল যোগ হচ্ছে Pixel 4 সিরিজে। বিগত কয়েক বছরে অক্টোবর মাসেই Pixel সিরিজের প্রোডাক্ট লঞ্চ করেছে Google। গত বছর 9 অক্টোবর লঞ্চ হয়েছিল Pixel 3 সিরিজ। নতুন রিপোর্ট দেখে মনে করা হচ্ছে 2019 সাল তার ব্যতিক্রম হবে না।
Pixel 4 সিরিজে ‘মোশন সেন্স' প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর ফলে স্মার্টফোনে হাত না দিয়েই বিভিন্ন কাজ করা যাবে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Pixel 4 ফোনে অ্যাকশন ফটোগ্রাফির জন্য একটি বিশেষ মোশন মোড ব্যবহার হয়েছে। এই মোডে খুব সহজেই খুব দ্রুত বেগে চলা জিনিসের ছবি তোলা যাবে। এমনকি সেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে Pixel 4।
OnePlus এর থেকেও কম দামে বাজারে আসছে নতুন iPhone
Pixel 4 ফোনের ক্যামেরায় থাকছে 8x জুম। এছাড়াও এই ফোনে লেটেস্ট Android 10 অপারেটিং সিস্টেম চলবে। তবে 8x অপটিকাল জুম না ডিজিটাল জুম তা জানা যায়নি।
Pixel 4 ফোনের ভিতরে 6GB RAM থাকবে। সাথে এই ফোনের ক্যামেরায় থাকবে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 16 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন