ভারতে এল Honor 10 Lite। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন এই বাজেট স্মার্টফোন ভারতে নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Honor 10 Lite। নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Honor 10 Lite। Honor 10 Lite ফোনের প্রধান আকর্ষণ ফোনের 6.21 ইঞ্চি ডিসপ্লে সাথে ওয়াটারড্রপ নচ, Kirin 710 চিপসেট, 6GB RAM আর লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।
আরও পড়ুন: Amazon Great Indian Sale কে টেক্কা দিতে আসছে Flipkart Republic Day Sale
ভারতে Honor 10 Lite এর দাম শুরু হচ্ছে 1,3999 টাকা থেকে। 4GB RAM/ 64GB স্টোরেজে Honor 10 Lite কিনতে এই টাকা খরচ হবে। 6GB Ram/64GB স্টোরেজে Honor 10 Lite কিনতে খরচ হবে 17,999 টাকা। 20 জানুয়ারি মধ্যরাত থেকে Flipkart আর HiHonor স্টোর থেকে Honor 10 Lite বিক্রি শুরু হবে।
আরও পড়ুন: 2019 সালে সস্তা হয়েছে এই পাঁচটি Xiaomi স্মার্টফোন
ডুয়াল সিম Honor 10 Lite ফোনে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। Honor 10 Lite এর ভিতরে থাকছে Kirin 710 চিপসেট। এছারাও থাকবে 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor 10 Lite এর পিছনে থাকবে 13MP+2MP ডুয়াল ক্যামেরা। সাথে থাকবে 24MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 10 Lite এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2 LE, 3.5 মিমি হেডফোন জ্যাক, GPS/ AGPS আর GLONASS। Honor 10 Lite এর ভিতরে থাকবে 3400 mAh ব্যাটারি।
আরও পড়ুন: Realme 3 তে থাকবে 48MP ক্যামেরা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন