Photo Credit: GSM Arena
15 এপ্রিল লঞ্চ হবে Honor 30। আপাতত চিনে এই ফোন লঞ্চ করবে Huawei-এর সাব ব্র্যান্ড। এই ফোনের ক্যামেরায় থাকবে Sony-র 50 মেগাপিক্সেল IMX700 প্রাইমারি সেন্সর। একাধিক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ও দুটি এলইডি ফ্ল্যাশ দেখা গিয়েছে। এছাড়াও থাকছে অক্টা পিডি অটোফোকাস। Huawei P40 Pro তে একই অটোফোকাস মডিউল ব্যবহার হয়েছিল।
সম্প্রতি GSMArena ওয়েবসাইটে Honor 30 ক্যামেরা মডিউলের ছবি প্রকাশিত হয়েছে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল Sony IMX700 প্রাইমারি সেন্সর।
করোনাভাইরাস ট্র্যাক করতে ‘আরোগ্য সেতু' অ্যাপ নিয়ে এল কেন্দ্র
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই এই ফোনের পিছনে একটি পেরিস্কোপ ক্যামেরা থাকছে। থাকছে একটি অক্টা পিডি অটোফোকাস মডিউল ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ।
এছাড়াও Honor 30 তে থাকবে মেটাল ফ্রেম। ফোনের উপরে থাকছে অ্যান্টেনা লাইন। ফোনের উপরে থাকছে একটি মাইক্রোফোন ও একটি 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন