মঙ্গলবার বাজারে এল Honor Play 9A। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি।
তিনটি রঙে পাওয়া যাবে Honor Play 9A
মঙ্গলবার বাজারে এল Honor Play 9A। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে তিন দিন চলবে এই ফোন। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MediaTek চিপসেট। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আপাতত চিনে এই ফোন লঞ্চ হয়েছে।
64GB স্টোরেজে Honor Play 9A-র দাম 899 ইউয়ান (প্রায় 9,500 টাকা)। 128GB স্টোরেজে এই ফোন কিনতে 1,199 ইউয়ান (প্রায় 12,700 টাকা) খরচ হবে। কালো সাদা ও সবুজ রঙে পাওয়া যাবে এই ফোন।
ডুয়াল সিম Honor Play 9A তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।
এই ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 64GB ও 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ হাজির হল Honor 30S
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/AGPS, 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,000mAh ব্যাটারি। Honor Play 9A-র ওজন 185 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film
Saali Mohabbat OTT Release: Know When and Where to Watch the Radhika Apte-Starrer