Photo Credit: WinFuture.de
3GB RAM / 32GB স্টোরেজে Huawei Y7 (2019) ফোনের দাম হবে 150 ইউরো (প্রায় 12,000 টাকা)
নতুন বছরের ঠিক আগে সামনে এল নতুন Huawei স্মার্টফোন। 2018 সালের Huawei Y7 ফোনের উত্তরসূরি এই ফোন। 2019 Huawei Y7 তে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে আর Snapdragon 450 চিপসেট। এছাড়াও এই ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Huawei। ছোট্ট নচ আর 3GB/4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Huawei এর লেটেস্ট বাজেট স্মার্টফোন।
সম্প্রতি এক জার্মান ওয়েবসাইটে Huawei Y7 এর ছবি ও স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে 3GB RAM / 32GB স্টোরেজে Huawei Y7 (2019) ফোনের দাম হবে 150 ইউরো (প্রায় 12,000 টাকা)। 4GB RAM / 64GB স্টোরেজে ভেরিয়েন্টেও পাওয়া যাবে Huawei Y7 (2019)।
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান
আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio
Huawei Y7 (2019) ফোনে থাকবে 6.26 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট্ট নচ। Huawei Y7 (2019) এর ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Huawei Y7 (2019) ফোনে থাকছে 13MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। এর সাথেই সাকবে ফাস্ট চার্জ সাপোর্ট। তবে একবার চার্জ করে এই ফোন দুই দিন ব্যবহার করা যাবে বলে এই রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন