গত সপ্তাহে লঞ্চ হয়েছে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করলেও এই ফোনগুলির মধ্যে কী ব্যাটারি ও RAM ব্যবহার হয়েছে তা প্রকাশ্যে আনেনি Apple।
Photo Credit: Josh Edelson/ AFP
গত সপ্তাহে iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Apple
গত সপ্তাহে ঢাক ঢোল পিটিয়ে iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Apple। এই ফোনগুলি হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করলেও এই ফোনগুলির মধ্যে কী ব্যাটারি ও RAM ব্যবহার হয়েছে তা প্রকাশ্যে আনেনি কুপার্টিনোর কোম্পানিটি। চিনে এই ফোনগুলি লঞ্চের আগে সার্টিফিকেশন ওয়েবসাইট TENNA থেকে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনের ব্যাটারি ও RAM সম্পর্কে বিস্তারে জানা গেল। আরও জানা গিয়েছে iPhone 11 সিরিজের তিনটি ফোনেই Intel এর তৈরি LTE মোডেম ব্যবহার হয়েছে।
দুর্দান্ত ডিসপ্লে আর ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Samsung Galaxy M30s আর Galaxy M10s
TENAA ওয়েবসাইটে হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। iPhone 11 (মডেল নম্বর A2223) ফোনে থাকছে 3,110 mAh ব্যাটারি। iPhone 11 Pro (মডেল নম্বর A2217) আর iPhone 11 Pro Max (মডেল নম্বর A2220) ফোনে থাকছে যথাক্রমে 3,046mAh আর 3,969mAh ব্যাটারি। প্রসঙ্গত গত বছর লঞ্চ হওয়া iPhone XR, iPhone XS আর iPhone XS Max ফোনে যথাক্রমে 2,942mAh, 2,658mAh আর 3,174mAh ব্যাটারি ছিল।
সফটওয়্যার আপডেটে ধারালো হল Realme XT ফোনের 64MP ক্যামেরা
তিনটি নতুন iPhone এ আগের থেকে অনেক বড় ব্যাটারি ব্যবহার হয়েছে। একই সাথে TENAA ওয়েবসাইটে জানানো হয়েছে iPhone 11 সিরিজের তিনটি মডেলে 4GB RAM থাকছে।
চলতি সপ্তাহে লঞ্চ হবে আরও শক্তিশালী Redmi K20 Pro
ভারতে iPhone 11 এর দাম শুরু হচ্ছে 64,900 টাকা থেকে। অন্যদিকে iPhone 11 Pro এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। iPhone 11 Pro Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। 27 সেপ্টেম্বর ভারতে বিক্রি শুরু হচ্ছে হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। তার আগেই 20 সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hogwarts Legacy 2 Could Feature Online Multiplayer, Warner Bros. Games Job Listing Suggests
Samsung Galaxy S26 Series Said to Feature External Modem on Models With Exynos 2600 SoC
OpenAI Says Prompt Injections a Challenge for AI Browsers, Builds an Attacker to Train ChatGPT Atlas