iPhone 16 সিরিজ গত বছর একই তারিখে লঞ্চ হয়েছিল
Apple-এর এই বছরের সবচেয়ে বড় হার্ডওয়্যার ইভেন্ট, 'Awe Dropping' শুরু হতে আর ক'ঘন্টা সময় বাকি৷ ভারতীয় সময় রাত 10:30 টার পর ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক ক্যাম্পাসে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max এতদিনের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করবে৷ নতুন প্রজন্মের আইফোনের সঙ্গে Apple Watch Series 11 এবং AirPods Pro 3 (থার্ড জেনারেশন) লঞ্চ হওয়ার জল্পনাও শোনা যাচ্ছে৷ আজকের অনুষ্ঠানে iOS 26 ও iPadOS 26 রোলআউটের বিষয়ে ঘোষণা করতে পারে মার্কিন টেক জায়ান্টটি৷ এই বছর প্লাস মডেলের বদলে iPhone 17 Air লঞ্চ হবে, যা এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা আইফোন৷
iPhone 17 সিরিজের লঞ্চ ইভেন্ট আমেরিকায় সকাল 10টায় ও ভারতীয় সময় রাত 10:30 মিনিটে শুরু হবে। অতীতের অন্যান্য আইফোন লঞ্চ ইভেন্টের মতো, 'Awe Dropping' ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। লঞ্চ ইভেন্টটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। Gadgets 360 বাংলার পাঠকরা নিচে এম্বেড করা ভিডিও প্লেয়ারের মাধ্যমে আইফোন 17 সিরিজের লঞ্চ দেখতে পারেন।
iPhone 17 সিরিজে এই বছর চারটি মডেল আসবে — iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max৷ প্লাস মডেলের পরিবর্তে এয়ার মডেলটি লঞ্চ হবে, যা অ্যাপলের সবচেয়ে পাতলা ও হালকা আইফোন। এটি মাত্র 5.5 মিমি পুরু হবে ও 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা নিয়ে আসতে পারে। ফোনটির ক্যামেরা বার সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে।
অন্যদিকে, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max নতুন ডিজাইন, 48 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, 120 হার্টজ ডিসপ্লে, 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, শক্তিশালী A19 Pro প্রসেসর, এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেতে পারে। একটি ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Pro Max ভেরিয়েন্টে 5,088 এমএএইচ ব্যাটারি (ই-সিম মডেল) থাকতে পারে৷ এই খবরটি সত্যি হলে, অ্যাপলের ইতিহাসে প্রথমবার 5,000 এমএএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার হবে৷
'Awe Dropping' ইভেন্টে iPhone 17 সিরিজ ছাড়াও AirPods Pro 3 একটি বড় চমক হতে পারে৷ থার্ড জেনারেশন এয়ালপডসে হার্ট রেট মনিটরিং ফিচার যুক্ত হতে পারে। ইয়ারবাডস থেকে প্রাপ্ত ডেটা আইফোনের অ্যাপল হেল্থ অ্যাপের সঙ্গে সিঙ্ক হবে বলে আশা করা হচ্ছে। ফলে হৃদস্পন্দন ট্র্যাক করা যাবে। এছাড়াও, এতে বিশেষ হিয়ারিং টেস্ট ফিচারও থাকার সম্ভাবনা রয়েছে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.