iPhone 17 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, সঙ্গে Apple Watch 11 ও AirPods Pro 3 আসতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 সেপ্টেম্বর 2025 12:42 IST
হাইলাইট
  • iPhone 17 সিরিজের লঞ্চ ইভেন্ট ভারতীয় সময় রাত 10:30 মিনিটে শুরু হবে
  • লঞ্চ ইভেন্ট অ্যাপলের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে
  • নতুন আইফোনের সঙ্গে Apple Watch 11 সিরিজ ও AirPods Pro 3 আসতে পারে

iPhone 16 সিরিজ গত বছর একই তারিখে লঞ্চ হয়েছিল

Apple-এর এই বছরের সবচেয়ে বড় হার্ডওয়্যার ইভেন্ট,  'Awe Dropping' শুরু হতে আর ক'ঘন্টা সময় বাকি৷ ভারতীয় সময় রাত 10:30 টার পর ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক ক্যাম্পাসে iPhone 17, iPhone 17 Air,  iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max এতদিনের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করবে৷ নতুন প্রজন্মের আইফোনের সঙ্গে Apple Watch Series 11 এবং AirPods Pro 3 (থার্ড জেনারেশন) লঞ্চ হওয়ার জল্পনাও শোনা যাচ্ছে৷ আজকের অনুষ্ঠানে iOS 26 ও iPadOS 26 রোলআউটের বিষয়ে ঘোষণা করতে পারে মার্কিন টেক জায়ান্টটি৷ এই বছর প্লাস মডেলের বদলে iPhone 17 Air লঞ্চ হবে, যা এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা এবং হালকা আইফোন৷

Apple iPhone 17 সিরিজের লঞ্চ ইভেন্ট কখন কোথায় দেখবেন

iPhone 17 সিরিজের লঞ্চ ইভেন্ট আমেরিকায় সকাল 10টায় ও ভারতীয় সময় রাত 10:30 মিনিটে শুরু হবে। অতীতের অন্যান্য আইফোন লঞ্চ ইভেন্টের মতো, 'Awe Dropping' ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। লঞ্চ ইভেন্টটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। Gadgets 360 বাংলার পাঠকরা নিচে এম্বেড করা ভিডিও প্লেয়ারের মাধ্যমে আইফোন 17 সিরিজের লঞ্চ দেখতে পারেন।

iPhone 17 সিরিজে কী কী ফিচার্স থাকবে

iPhone 17 সিরিজে এই বছর চারটি মডেল আসবে — iPhone 17, iPhone 17 Air,  iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max৷ প্লাস মডেলের পরিবর্তে এয়ার মডেলটি লঞ্চ হবে, যা অ্যাপলের সবচেয়ে পাতলা ও হালকা আইফোন। এটি মাত্র 5.5 মিমি পুরু হবে ও 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা নিয়ে আসতে পারে। ফোনটির ক্যামেরা বার সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে।

অন্যদিকে, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max নতুন ডিজাইন, 48 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, 120 হার্টজ ডিসপ্লে, 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, শক্তিশালী A19 Pro প্রসেসর, এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেতে পারে। একটি ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Pro Max ভেরিয়েন্টে 5,088 এমএএইচ ব্যাটারি (ই-সিম মডেল) থাকতে পারে৷ এই খবরটি সত্যি হলে, অ্যাপলের ইতিহাসে প্রথমবার 5,000 এমএএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার হবে৷ 

'Awe Dropping' ইভেন্টে iPhone 17 সিরিজ ছাড়াও AirPods Pro 3 একটি বড় চমক হতে পারে৷ থার্ড জেনারেশন এয়ালপডসে হার্ট রেট মনিটরিং ফিচার যুক্ত হতে পারে। ইয়ারবাডস থেকে প্রাপ্ত ডেটা আইফোনের অ্যাপল হেল্থ অ্যাপের সঙ্গে সিঙ্ক হবে বলে আশা করা হচ্ছে। ফলে হৃদস্পন্দন ট্র্যাক করা যাবে। এছাড়াও, এতে বিশেষ হিয়ারিং টেস্ট ফিচারও থাকার সম্ভাবনা রয়েছে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X200T স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ হল, ট্রিপল Zeiss ক্যামেরার সাথে শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  2. Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলে মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপে বাম্পার ছাড়, 7,500 টাকার কমে মিলবে ফোন
  3. 1 কোটি 75 লক্ষ Instagram ইউজারের তথ্য ফাঁসের ঘটনাকে ভুয়ো খবর বললো Meta
  4. 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল ওয়াটারপ্রুফ Vivo Y500i স্মার্টফোন
  5. Jio ভারতের প্রথম নিজস্ব AI প্ল্যাটফর্ম আনছে, বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি
  6. Grok AI: মহিলাদের অশালীন ছবি তৈরির বিতর্কে এই দেশে নিষিদ্ধ হল ইলন মাস্কের গ্রোক AI
  7. 8,000 টাকা দাম কমল Google-এর পিওর Android স্মার্টফোনের, কোথায় বিক্রি হচ্ছে দেখুন
  8. Amazon ঘোষণা করল Great Republic Day Sale 2026-এর, স্মার্টফোন-ল্যাপটপে বিরাট ছাড়
  9. 50MP সেলফি ক্যামেরা ও আইফোনের মতো লুকস নিয়ে Oppo Reno 15c 5G ভারতে এল, দাম জেনে নিন
  10. 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.