iPhone 17 Pro ও iPhone 17 Pro Max-এর রঙে সবথেকে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দুটি ফোনই কালো, সাদা এবং নেভি রঙে দেখা গিয়েছে। কিন্তু এই রঙগুলি আগের থেকে আরও উজ্জ্বল ও গাঢ়।
ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান তাঁর ‘পাওয়ার অন’ নামের নিউজলেটারের লেটেস্ট এডিশনে লিখেছেন, নতুন আইফোন 17 সিরিজ সেপ্টেম্বর 8 থেকে সেপ্টেম্বর 12-এর মধ্যে আত্মপ্রকাশ করতে পারে।