বুধবার ভারতে লঞ্চ হল Motorola One Macro। এই ফোনে থাকছে একটি আলাদা ম্যাক্রো ক্যামেরা। সাথে থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।
64MP ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে Redmi Note 8 Pro: আর কী থাকছে?
4GB RAM + 64GB স্টোরেজে Motorola One Macro এর দাম 9,999 টাকা। ভারতে শুধুমাত্র নীল রঙে এই ফোন পাওয়া যাবে। 12 অক্টোবর দুপুর 12 টায় Flipkart থেকে বিক্রি শুরু হবে Motorola One Macro। লঞ্চ অফারে Jio গ্রাহকরা 2,200 টাকা ক্যাশব্যাক আর 125GB অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাবেন।
কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে এল Redmi 8: দাম ও ফিচারগুলি দেখে নিন
ডুয়াল সিম Motorola One Macro ফোনে রয়েছে স্টক Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One Macro ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। জলদি ফোকাস করার জন্য এই ফোনের ক্যামেরার সাথে রয়েছে লেসার অটোফোকাস। সেলফি তোলার জন্য Motorola One Macro ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ আগামী সপ্তাহে আসছে Realme X2 Pro: ফিচারগুলি দেখে নিন
কানেক্টিভিটির জন্য Motorola One Macro ফোনে রয়েছে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, A-GPS, LTEPP, SUPL, GLONASS, Galileo আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10W চার্জিং। Motorola One Macro এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন