ফিচার ফোন বাজারে থাবা বসাতে নতুন ফোন লঞ্চ করল HMD Global। কোম্পানির নতুন ফিচার ফোনের নাম Nokia 106 (2018)। 2013 সালে লঞ্চ হওয়া Nokia 106 ফোনের আপডেটেট ভার্সান এটি। HMD Golbal জানিয়েছে একবার চার্জে Nokia 106 (2018) ফোনে 21 দিন স্ট্যান্ডবাই আর 15 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।
আরও পড়ুন: এই Nokia ফোনের ফিচার জানলে বিস্মিত হয়ে যাবেন
ভারতে Amazon.in, Flipkart ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে থেকে কেনা যাবে Nokia 106 (2018)। অফিশিয়াল ওয়েবসাইটে Nokia 106 (2018) এর দাম 1,299 টাকা। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিস্ট্রেশান। শিঘ্রই শুরু হবে বিক্রি।
আরও পড়ুন: সস্তা হল Asus ZenFone Max Pro M1
Nokia 106 (2018) ফোনে একাধিক গেম প্রি-লোডেড থাকবে। এছাড়াও এই ফোনে 2,000 কনট্যাক্ট আর 500 টেকস্টমেসেজ সেভ করে রাখা যাবে।
ডুয়াল সিম Nokia 106 (2018) ফোনে রয়েছে একটি 1.8 ইঞ্চি QQVGA TFT ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek MT6261D চিপসেট, 4MB RAM আর 4GB স্টোরেজ। এর সাথেই একটি Micro USB পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক থাকবে। থাকবে FM রেডিও আর LED ফ্ল্যাশ লাইট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন