বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল HMD Global। বৃহস্পতিবার মিশরের কাইরো শহরে লঞ্চ হয়েছে Nokia 2.3।
তিনটি রঙে পাওয়া যাবে Nokia 2.3
বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করল HMD Global। বৃহস্পতিবার মিশরের কাইরো শহরে লঞ্চ হয়েছে Nokia 2.3। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে এই ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে। Nokia 2.3 ফোনে থাকছে একটি Google Assistant বাটন। যে কোন সময় এই বাটন প্রেস করে Google Assistant ব্যবহার করা যাবে। লঞ্চের সময় কোম্পানি দাবি করেছে এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন। শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Nokia 2.3।
Nokia 2.3 এর দাম 109 ইউরো (প্রায় 8,600 টাকা)। একই দামে ভারতে এই ফোন লঞ্চ করতে পারে HMD Global। ডিসেম্বর মাসেই Nokia 2.3 বিক্রি শুরু হবে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Nokia 2.3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio A22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Nokia 2.3 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই 15 টা ছবি তুলতে থাকে Nokia 2.3। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Note 60, Note 60 Edge, Note 60 Pro Reportedly Spotted on SDPPI Certification Site; Specifications Revealed on Geekbench
Motorola Edge 70 India Launch Date Announced; Confirmed to Feature Triple 50-Megapixel Camera Setup