পরবর্তী মাসেই লঞ্চ হতে চলেছে Nothing কোম্পানির নতুন Nothing Phone 3a Series

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 20 ফেব্রুয়ারি 2025 11:04 IST
হাইলাইট
  • Nothing Phone 3a সিরিজটি 2024 এর ফোন 2a (উপরের ছবি) এর কথিত উত্তরসূরী
  • পেরিস্কোপ ক্যামেরাটি 3x অপটিক্যাল এবং 60x আলট্রা জুমকে সমর্থন করে
  • এটি অ্যাডাপটিভ নিয়ন্ত্রণের সাথে 4K ভিডিও ষ্টেবিলাইজেশন সমর্থন করে

Nothing Phone 3a সিরিজটি 2024 এর ফোন 2a (উপরের ছবি) এর কথিত উত্তরসূরী

Photo Credit: Nothing

Nothing Phone 3a সিরিজটি বিশ্বের বাজারে মার্চ মাসের 4 তারিখ লঞ্চ করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এটির প্রত্যাশিত লঞ্চের আগেই ব্রিটিশ অরিজিন্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) সংস্থাটি লাইনআপের প্রো-মডেলটির মূল স্পেসিফিকেশন নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে নিশ্চিত করেছে। ফোনটি 50-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হবে। স্পেসিফিকেশনগুলি ছাড়াও ক্যামেরা ইউনিটের লে-আউট টিজ করা হয়েছে ক্যামেরাগুলি প্রথাগত ডিজাইনের তুলনায় অন্যরকমভাবে সজ্জিত হয়ে উপস্থিত হয়েছে।

Nothing Phone 3a-সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন:

Nothing-এর ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাদের আসন্ন Nothing Phone 3a-র ক্যামেরার সাথে বাজারে উপস্থিত সবচেয়ে ক্ষমতাশালী স্মার্টফোন iPhone 16 Pro Max-এর সাথে তুলনা করা হয়েছে। এটিতে আগের মতোই ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকছে নিশ্চিত করা হয়েছে, যেটিতে একটি OIS সমর্থিত 50- মেগাপিক্সেলের ‘shake free' ক্যামেরা, একটি OIS সহ 50- মেগাপিক্সেলের পেরিস্কোপ Sony সেন্সর এবং একটি Sony সেন্সরের সাথে 8-মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার আছে।

ফোনটির সামনে ভিডিও কল এবং সেলফির জন্য 50-মেগাপিক্সেলের ক্যামেরা আছে। Nothing দাবি করেছে যে, Phone 3a সিরিজের প্রধান ক্যামেরাটিতে অন্যান্য সেন্সরের তুলনায় বড় ‘full well capacity' আছে। গুরুত্বপূর্ণভাবে, এটি একটি পিক্সেল কতটা আলো ধারণ করতে পারে তার মাত্রাকে নির্ণয় করে, যা স্যাচুরেশন হওয়ার আগে পর্যন্ত সংরক্ষিত থাকে। সাধারণত, ফুল ওয়েল ক্যাপাসিটি যত বেশি হয়, ক্যামেরাটি তত বেশি আলো ধারণ করতে পারে এবং ছবির সূক্ষ্মতা হারানোর সম্ভাবনা কম থাকে।

ভিডিওতে নিশ্চিত করা হয়েছে যে, Phone 3a-সিরিজের 50-মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরাটি 3x অপটিক্যাল জুম, 6x লসলেস জুম এবং 60x ‘ultra'-জুম প্রদান করে। এছাড়াও এই সেন্সরগুলো ব্যবহারকারীদের 6x পর্যন্ত ম্যাগনিফিকশনের সাথে ম্যাক্রো জুম শটগুলি তুলতে সাহায্য করবে। কোম্পানি বলেছে যে, এই ধরনের কোনো ছবি তোলার জন্য লেন্সটি কোনো বহির্ভূত ম্যাক্রো লেন্স ব্যবহার করার প্রয়োজনীয়তা দূর করবে বলে দাবি করেছে।

এই সিরিজের অন্য একটি ক্যামেরা ফিচার হলো 4K ভিডিও স্ট্যাবেলাইজেশন। কোম্পানির মতে এটি 200%-এরও বেশি ভিডিওর স্টেবেলিটি বাড়াবে এবং ফোনটিকে 4k/30fps পর্যন্ত ছবি তুলতে দেবে। এছাড়াও এটি অ্যাডাপ্টিভ স্টেবিলাইজেশন পেয়েছে যেটি নিজে থেকেই ফুটেজগুলি পর্যবেক্ষণ করবে এবং যদি সেটি পরিবর্তন করার থাকে তাহলে জানান দেবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও আইফোনের মতো লুকস নিয়ে Oppo Reno 15c 5G ভারতে এল, দাম জেনে নিন
  2. 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
  3. 108MP ক্যামেরার Redmi Note 15 5G স্মার্টফোনে ধামাকা সেল, 3000 টাকা ছাড়ে কেনার সুবর্ণ সুযোগ
  4. Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল
  5. Itel Zeno 20 Max মাত্র 5,799 টাকায় আইফোনের মতো ফিচার নিয়ে লঞ্চ হল
  6. Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার
  7. OnePlus Turbo 6 সিরিজ বাজার কাঁপিয়ে বিশাল 9000mAh ব্যাটারি ও 16GB র‍্যামের সাথে লঞ্চ হল
  8. 6,500mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরার সঙ্গে Poco M8 Pro 5G হাজির, নেটওয়ার্ক ছাড়াই করবে কল!
  9. Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.