লাল রঙের OnePlus 7 কেস এর ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে কেস এর ভিতরে OnePlus 7 ফোনের পিছনে তিনটি ক্যামেরা আর ফোনের উপরে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে।
Photo Credit: SlashLeaks
OnePlus 7 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
ক্রমশ এগিয়ে আসছে OnePlus 7 লঞ্চ। লঞ্চের আগে এই ফোনের কেস এর ছবি সামনে এল। এই ছবিতে OnePlus 7 ফোনের পিছনে তিনটি ক্যামেরা আর পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। এর আগেও একাধিক রিপোর্টে এই তথ্য সামনে এসেছিল। নতুন রিপোর্টে সেই খবর সস্ত্যি হওয়ার সম্ভাবনা জোরালো হল।
Slashleaks ওয়েবসাইটে প্রকাশিত নতুন ছবিতে লাল রঙের OnePlus 7 কেস এর ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে কেস এর ভিতরে OnePlus 7 ফোনের পিছনে তিনটি ক্যামেরা আর ফোনের উপরে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের ডান দিনে থাকছে ভলুইম বাটন আর পাওয়ার বাটন। ফোনের নীচে থাকছে স্পিকার গ্রিল আর USB Type-C পোর্ট।
মে মাসে লঞ্চ হতে পারে নতুন OnePlus 7। একই সাথে লঞ্চ হতে পারে OnePlus ওয়্যারলেস ইয়ারবাড। ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। OnePlus 7 ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি বেজেল বীহিন ডিসপ্লে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28