এপ্রিলে বাজারে আসবে OnePlus 8 ও OnePlus 8 Pro। সম্প্রতি এই দুই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
OnePlus 8 Pro তে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে
এপ্রিলে বাজারে আসবে OnePlus 8 ও OnePlus 8 Pro। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছিল। সম্প্রতি OnePlus এর পরিবর্তী দুই স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। দুটি ফোনেই থাকবে Snapdragon 865 চিপসেট ও 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। OnePlus 8 Pro তে থাকবে 120Hz রিফ্রেশ রেট 6.78 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরায় দুটি 48 মেগাপিক্সেল সেন্সর থাকবে। সঙ্গে থাকবে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
টুইটারে ইশান অগ্রবাল OnePlus 8 Pro ও OnePlus 8 -এর স্পেসিফিকেশন ফাঁস করেছেন। OnePlus 8 Pro তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লের এই ফোনের ভিতরে Snapdragon 865 চিপসেট থাকবে। সঙ্গে থাকছে 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় দুটি 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। সঙ্গে থাকছে একটি 8 মেগাপিক্সেল ও একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 4,510 mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
লকডাউনের কারণে ভারতে উৎপাদন বন্ধ করল Oppo, Realme, Vivo
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
OnePlus 8-এ থাকছে 6.55 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লের এই ফোনের ভিতরেও Snapdragon 865 চিপসেট থাকছে। সঙ্গে থাকছে 12GB RAM। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে একটি 16 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 4,300 mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed