2019 সালে শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Oppo K1। এবার 3,000 টাকা সস্তা হল এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart ও অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Oppo K1। এই ফোনের প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। সাথে থাকছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই প্রথম 20,000 টাকার কম দামের কোন স্মার্টফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেল।
ভারতে 4GB RAM / 64GB স্টোরেজে Oppo K1 কিনতে 13,990 টাকা খরচ হবে। আগে 16,990 টাকায় এই ফোন বিক্রি হচ্ছিল। 4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Oppo K1।
Oppo K1 এ থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS ব্যবহার করেছে Oppo। থাকছে একটি 3,600mAh ব্যাটারি।
আরও পড়ুন:
নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio
ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Realme C2s: দাম ও স্পেসিফিকেশন
শীঘ্রই ভারতে আসছে Samsung Galaxy A71 ও Galaxy A51; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন