Oppo K1 এর প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। সাথে থাকছে 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
Oppo K1 এর প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM
ভারতে লঞ্চ হল Oppo K1। বুধবার ভারতে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Oppo K1। Oppo K1 এর প্রধান আকর্ষণ ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। সাথে থাকছে 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই প্রথম 20,000 টাকার কম দামের কোন স্মার্টফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেল।
আরও পড়ুন: সস্তা হল এই তিনটি Redmi স্মার্টফোন
ভারতে 4GB RAM / 64GB স্টোরেজে Oppo K1 কিনতে 16,990 টাকা খরচ হবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। 12 ফেব্রুয়ারী দুপুর 12 টায় শুরু হবে বিক্রি। লঞ্চ অফারে Citibank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। সাথে থাকছে নো কস্ট ইএমআই। অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Oppo K1।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে আরও বেশি স্টোরেজ সহ বিক্রি শুরু হল Nokia 8.1
![]()
Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ
আরও পড়ুন: একাধিক জনপ্রিয় স্মার্টফোনে 8,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Asus
ডুয়াল সিম Oppo K1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo K1 এ থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথেক থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি 25 মেগাপিক্সেলের ক্যামেরা।
আরও পড়ুন: ভারতে Redmi Note 7 আর Redmi Go লঞ্চের আগেই দেখে নিন দুটি ফোনের স্পেসিফিকেশান
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS ব্যবহার করেছে Oppo। থাকছে একটি 3,600mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video