Oppo Reno 3 -র পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
সোমবার ভারতে আসছে Oppo Reno 3 Pro
নতুন মাসের শুরুতেই ভারতে নতুন স্মার্টফোন আনছে Oppo। সোমবার লঞ্চ হবে Oppo Reno 3 Pro। এই ফোনে 44 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। গত বছর চিনে লঞ্চ হয়েছিল Oppo Reno 3 Pro। যদিও ভারতে এই ফোনে অন্য স্পেসিফিকেশন ব্যবহার হবে। চিনে এই ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল। ভারতে Oppo Reno 3 Pro -তে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
সোমবার দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক অনুষ্ঠান থেকে লঞ্চ হবে Oppo Reno 3 Pro। কোম্পানির অফিশিয়াল YouTube চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
ভারতে Oppo Reno 3 Pro -র দাম এখনো সামনে আসেনি। চিনে এই ফোনের দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান থেকে (প্রায় 40,000 টাকা)। কালো, নীল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Oppo Reno 3 -র পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। নীল, কালো ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে। থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় 44 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে।
লঞ্চের আগেই দেখে নিন Realme 6 Pro -র দাম ও স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে ফোনের বাঁ দিকে ভলিউম বাটন থাকছে। ডান দিকে থাকছে পাওয়ার বাটন। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory