Realme 16 Pro Series is confirmed to feature a 200-megapixel rear camera
Photo Credit: Realme
Realme 16 Pro সিরিজ 2026 সালের শুরুতেই ভারতে আসছে। রিয়েলমি আজ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা করেছে। Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G এ দেশে জানুয়ারি 6 লঞ্চ হচ্ছে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, Realme 16 Pro সিরিজ ডিজাইন ও পোট্রেট ফটোগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লাইনআপে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে জানানো হয়েছে। নতুন ফোনগুলির জন্য জাপানের বিখ্যাত ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সঙ্গে হাত মিলিয়েছে রিয়েলমি। Realme 16 Pro সিরিজ ট্রিপল রিয়ার ক্যামেরা ও LumaColor IMAGE প্রযুক্তির সঙ্গে আসতে চলেছে।
রিয়েলমি 16 প্রো সিরিজের অন্যতম আকর্ষণ হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ যা পোট্রেট ফটোগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এই লাইনআপে 'লুমাকালার ইমেজ' নামে একটি নতুন ইমেজিং সিস্টেম ব্যবহার হয়েছে। সংস্থা। সংস্থা দাবি করছে, এটি পোট্রেট ছবি তোলার ক্ষেত্রে আরও স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড ব্লার করবে এবং আরও উন্নত ডিটেইল তুলে ধরবে।
Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G-এর মাধ্যমে নতুন 'আরবান ওয়াইল্ড' ডিজাইন ফিলোজফি উপস্থাপন করার কথা জানিয়েছে ব্র্যান্ডটি। ফোনগুলি প্রকৃতি থেকে অনুপ্রাণিত রঙে বাজারে আসছে, যেমন মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, ক্যামেলিয়া পিঙ্ক, ও অর্কিড পার্পল। এদের মধ্যে শেষের দুই রঙ ভারতীয় ক্রেতাদের জন্য আলাদাভাবে তৈরি হয়েছে।
Realme 16 Pro সিরিজে AI Edit Genie 2.0 থাকবে। এটি আসলে ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করার ফিচার। এর মাধ্যমে স্ক্রিন স্পর্শ না করে মুখে বলে ফটো ইচ্ছামতো এডিট করার সুবিধা পাওয়া যাবে। Realme 16 Pro+ 5G মডেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 10x পোট্রেট জুম অফার করবে। টপ মডেল Snapdragon প্রসেসরে রান করবে৷ তবে চিপসেটের নাম এখনও ঘোষণা হয়নি। সংস্থার দাবি, এটি প্রতিদ্বন্দ্বী ফোনগুলিতে ব্যবহৃত Snapdragon 7 Gen 4-এর থেকেও শক্তিশালী এবং বেঞ্চমার্ক স্কোরেও নাকি এগিয়ে।
Realme 16 Pro+ 5G-এর ব্যাটারি ক্যাপাসিটি এখনও প্রকাশ হয়নি। তবে কোম্পানি জানিয়েছে যে ডিভাইসটি ফুল চার্জে সর্বোচ্চ 9.3 ঘন্টা গেমিং, 20.8 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রোলিং, 21 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, ও 125 ঘন্টা স্পটিফাই মিউজিক চালাতে পারবে। আসন্ন দুই ফোন রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর ও ফ্লিপকার্টে বিক্রি হবে। প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, ও ক্যামেরা বিষয়ক বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.