রিয়েলমি লঞ্চের সময় ব্যাঙ্ক অফার ঘোষণা করতে পারে, যা Realme 16 Pro+ 5G-এর দাম অনেকটাই কমিয়ে আনবে। ফাঁস হওয়া রিটেল বক্স থেকে আরও জানা গিয়েছে, ফোনটির ওজন প্রায় 203 গ্রাম। সামনের দিকে 17.27 সেন্টিমিটার (6.8 ইঞ্চি) ডিসপ্লে আছে।
Realme 16 Pro সিরিজের অন্যতম আকর্ষণ 200 মেগাপিক্সেল ক্যামেরা, যা পোট্রেট ফটোগ্রাফির উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। আসন্ন সিরিজে লুমাকালার ইমেজ' নামে একটি নতুন ইমেজিং সিস্টেম ব্যবহার করেছে সংস্থা।