Oppo brings Realme back into its ecosystem
Realme এখন Oppo-এর সাব ব্র্যান্ড বা সহযোগী সংস্থায় পরিণত হতে চলেছে। অর্থাৎ তারা আর পুরোপুরি আলাদা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে না। একটি আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, Realme-কে তার মূল কোম্পানি Oppo-এর ছাতার তলায় আনা হচ্ছে। এর ফলে রিয়েলমি ওপ্পোর অধীনে থেকেই বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবসা চালাবে। সংস্থাটি ওপ্পোর সাব-ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করেছিল। কিন্তু 2018 সালের জুলাই মাসে আলাদা হয়ে স্বাধীন ভাবে কাজ ব্যবসা করতে শুরু করে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে রিয়েলমির ফোন বা সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাবে? গ্রাহকদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই।
চীনের BBK Electronics বিশ্বের Android স্মার্টফোন মার্কেটের একটা বড় অংশ পরিচালনা করে। তাদের অধীনে Vivo, iQOO, Realme, Oppo-এর মতো বিখ্যাত ব্র্যান্ড রয়েছে। রিয়েলমি। রিয়েলমি ও ওপ্পো-কে পুনরায় কাছাকাছি আনার সিদ্ধান্তের পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমেই খরচ কমানো ও স্মার্টফোন ব্যবসা গুছিয়ে নেওয়ার লক্ষ্যের কথা উঠে আসছে।
রিয়েলমি এবং ওপ্পো-এর রিসোর্স (কর্মী, টাকা, সার্ভিস) এক জায়গায় আসার ফলে ব্যয় কমিয়ে রিসার্চ, উৎপাদন, ও বিক্রয় পরবর্তী পরিষেবা আরও ভালভাবে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওপ্পো পুনরার রিয়েলমি-কে তাদের নিজস্ব ইকোসিস্টেমে ফিরিয়ে আনছে। এর ফলে কোম্পানির অভ্যন্তরীণ রিসোর্স আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
নতুন কাঠামো অনুসারে, Oppo মূল ব্র্যান্ড হিসেবে থাকবে, আর OnePlus ও Oppo দুই সাব-ব্র্যান্ড হিসেবে কাজ করবে। রিয়েলমি ফোনের সাপোর্ট বা প্রোডাকশন আগের মতোই চালু থাকবে। শুধু কোম্পানির ভিতরের কাজ, আফটার-সেলস সাপোর্ট ওপ্পোর অধীনে নিয়ে আসা হচ্ছে। নতুন রিয়েলমি ফোনগুলি পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে বাজারে আসতে থাকবে। ব্র্যান্ডের পরিচিতিতে কোনও পরিবর্তন আসছে না।
প্রসঙ্গত, Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে। Realme 16 Pro সিরিজের উভয় মডেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা,144 হার্টজ রিফ্রেশ রেট, 80 ওয়াট ফাস্ট চার্জিং, 7,000 এমএএইচ ব্যাটারি আছে। ফোনগুলি তিনটি মেজর Android OS আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবে।
Realme 16 Pro 5G-এর দাম ভারতে 31,999 টাকা থেকে শুরু হচ্ছে। Realme 16 Pro+ 5G-এর বেস মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফারের অংশ হিসেবে দুই ফোনে যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনগুলির সাথে Realme Pad 3 ট্যাবও লঞ্চ হয়েছে, যার দাম 26,999 টাকা থেকে শুরু। নতুন ট্যাবলেটে 2.8K রেজোলিউশন ডিসপ্লে ও 12,200mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.