Redmi 6 আর Redmi 6A ফোনে MIUI 11 আপডেট পৌঁছে গেল।
Redmi 6 ফোনে MIUI 11 আপডেট পৌঁছল
অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিভিন্ন Xiaomi স্মার্টফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করেছিল। ইতিমধ্যেই Redmi K20, Redmi Note 7 Pro, Poco F1, Redmi Note 5 Pro, Redmi 6 Pro, Redmi Y2 সহ বিভিন্ন জনপ্রিয় Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছে গিয়েছে। এবার কোম্পানির জনপ্রিয় দুই বাজেট স্মার্টফোন Redmi 6 আর Redmi 6A ফোনে এই আপডেট পৌঁছতে শুরু করল। সম্প্রতি বিভিন্ন ফোরামে এই দুই ফোনের গ্রাহকরা স্ক্রিনশট পোস্ট করে MIUI 11 আপডেট পৌঁছনোর খবর দিয়েছেন।
Redmi 6 ফোনে পৌঁছেছে MIUI 11.0.1.0.PCGMIXM আপডেটে। এই আপডেটের সাইজ 508MB। অন্যদিকে Redmi 6A ফোনে পৌঁছেছে MIUI 11.0.4.0.PCBMIXM আপডেট। Redmi 6A ফোনে MIUI 11 আপডেটের সাইজ 517 MB।
Redmi 6 আর Redmi 6A ফোনের গ্রাহকরা Settings > About phone > System update বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করতে পারবেন।
নভেম্বর মাসে Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2, Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A আর Mi Max 2 ফোনে MIUI 11 পৌঁছে যাবে। সব শেষে 18-26 ডিসেম্বরের মধ্যে Redmi Note 8 Pro ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
Redmi 6 স্পেসিফিকেশন
Redmi 6 এ থারয়েছে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Helio P22 প্রসেসর। এর সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সরটি 12MP। এর সাথেই রয়েছে একটি সেকেন্ডারি 5MP সেন্সর। Redmi 6 এ রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য রয়েছে Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সর। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।
Redmi 6A স্পেসিফিকেশন
Redmi 6A এ রয়েছে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি কোয়াড-কোর 12nm MediaTek Helio A22 প্রসেসর। এর সাথেই রয়েছে 2GB RAM আর 16GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে রয়েছে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে রয়েছে 13MP রিয়ার ক্যামেরা। । Redmi 6A এ রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।
কানেক্টিভিটির জন্য Redmi 6A এ রয়েছে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। রয়েছে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।
আরও পড়ুন:
এসে গেল Huawei Y9s, নতুন ফোনের ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
My Hero Academia Vigilantes Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?
Can This Love Be Translated is Coming Soon on Netflix: What You Need to Know