অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিভিন্ন Xiaomi স্মার্টফোনে MIUI 11 আপডেট পৌঁছতে শুরু করেছিল। ইতিমধ্যেই Redmi K20, Redmi Note 7 Pro, Poco F1, Redmi Note 5 Pro, Redmi 6 Pro, Redmi Y2 সহ বিভিন্ন জনপ্রিয় Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছে গিয়েছে। এবার কোম্পানির জনপ্রিয় দুই বাজেট স্মার্টফোন Redmi 6 আর Redmi 6A ফোনে এই আপডেট পৌঁছতে শুরু করল। সম্প্রতি বিভিন্ন ফোরামে এই দুই ফোনের গ্রাহকরা স্ক্রিনশট পোস্ট করে MIUI 11 আপডেট পৌঁছনোর খবর দিয়েছেন।
Redmi 6 ফোনে পৌঁছেছে MIUI 11.0.1.0.PCGMIXM আপডেটে। এই আপডেটের সাইজ 508MB। অন্যদিকে Redmi 6A ফোনে পৌঁছেছে MIUI 11.0.4.0.PCBMIXM আপডেট। Redmi 6A ফোনে MIUI 11 আপডেটের সাইজ 517 MB।
Redmi 6 আর Redmi 6A ফোনের গ্রাহকরা Settings > About phone > System update বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করতে পারবেন।
নভেম্বর মাসে Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2, Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A আর Mi Max 2 ফোনে MIUI 11 পৌঁছে যাবে। সব শেষে 18-26 ডিসেম্বরের মধ্যে Redmi Note 8 Pro ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
Redmi 6 স্পেসিফিকেশন
Redmi 6 এ থারয়েছে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Helio P22 প্রসেসর। এর সাথে রয়েছে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারী সেন্সরটি 12MP। এর সাথেই রয়েছে একটি সেকেন্ডারি 5MP সেন্সর। Redmi 6 এ রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য রয়েছে Redmi 6 এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। Redmi 6 এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ডিজিটাল কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড ও প্রক্সিমিটি সেন্সর। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6 এর ওজন 146 গ্রাম।
Redmi 6A স্পেসিফিকেশন
Redmi 6A এ রয়েছে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি কোয়াড-কোর 12nm MediaTek Helio A22 প্রসেসর। এর সাথেই রয়েছে 2GB RAM আর 16GB স্টোরেজ।
Redmi 6 এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে রয়েছে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে রয়েছে 13MP রিয়ার ক্যামেরা। । Redmi 6A এ রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।
কানেক্টিভিটির জন্য Redmi 6A এ রয়েছে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। রয়েছে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।
আরও পড়ুন:
এসে গেল Huawei Y9s, নতুন ফোনের ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন