Redmi Note 15 5G has a 108 megapixel main camera
Photo Credit: Redmi
Redmi Note 15 5G ভারতে এই মঙ্গলবার লঞ্চ হয়েছিল। আর আজ শুক্রবার থেকে এই মিড-রেঞ্জ স্মার্টফোনের সেল শুরু হয়েছে। লঞ্চ অফারে ফোনটি 3,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে। Redmi Note 15 5G কার্ভড AMOLED ডিসপ্লের সাথে এসেছে। ডিভাইসটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে OIS প্রযুক্তির 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, IP66 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 4K ভিডিও রেকর্ডিং, রিভার্স ফার্স্ট চাজিং সহ আরও অনেক কিছু। চলুন ফোনের দাম, অফার, ও বিস্তারিত জেনে নেওয়া যাক।
Redmi Note 15 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম 22,999 টাকা রাখা হয়েছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 24,999 টাকা খরচ হবে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), Axis, এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে অথবা EMI লেনদেনের ক্ষেত্রে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এর ফলে ফোনের দাম নেমে আসবে 19,999 টাকায়। ফোনটি ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, ও মিস্ট পার্পল কালার অপশনে উপলব্ধ। এটি Amazon, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট 15 5G মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.7 অ্যাপারচার যুক্ত 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে। 8 জিবি মেমোরি ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা যাবে।
Redmi Note 15 5G-এর সামনে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,392) অফার করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। হাত ভেজা বা তেলতেলে থাকলেও টাচ কাজ করবে। স্ক্রিনটি TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।
রেডমির নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,520mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টল আছে। সংস্থা চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) এবং ছয় বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.