ভারতে 2026 সালের জানুয়ারি মাসে Redmi Note 15 5G, Realme 16 Pro 5G, Realme 16 Pro+ 5G, Poco M8 5G, ও Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, Reno 15 Pro Mini 5G, ও Motorola Signature ফোনের লঞ্চ কনফার্ম করা হয়েছে।
Redmi Pad 2 Pro 5G-এর-এর জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে এই ট্যাবলেটে 12,000mAh ব্যাটারি থাকবে। সংস্থার দাবি, এটি একটি 12.1 ইঞ্চি ট্যাবলেটে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি। অর্থাৎ একই আকারের স্ক্রিনে থাকা কোনও ট্যাবে পূর্বে এত বড় mAh ব্যাটারি দেখা যায়নি।
Redmi Note 15 5G ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 3,200 নিট ব্রাইটনেস-সহ 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফলে ভিডিও আরও স্থির এবং পরিষ্কার হবে। এটি 8 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে।
Redmi Note 15 5G ভারতে আসার আগেই দাম ফাঁস হয়েছে। ফোনটি জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। এতেতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মিলবে যা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।
Redmi Note 15 5G-এর প্রসেসর আগের প্রজন্মের তুলনায় 10 শতাংশ বেশি GPU পারফরম্যান্স ও 30 শতাংশ উন্নত CPU পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। রেডমি আরও জানিয়েছে যে এটি 48 মাস বা 4 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে।
Redmi Note 15 5G জানুয়ারি মাসে এ দেশে আসছে। কিন্তু Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফেব্রুয়ারিতে ভারতে রিলিজ হবে বলে জানা গিয়েছে। Redmi Note 15 5G অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে। টিজার ইঙ্গিত করছে, এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে কার্ভড ডিসপ্লে থাকবে।