Redmi Note 15 5G জানুয়ারি মাসে এ দেশে আসছে। কিন্তু Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফেব্রুয়ারিতে ভারতে রিলিজ হবে বলে জানা গিয়েছে। Redmi Note 15 5G অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে। টিজার ইঙ্গিত করছে, এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে কার্ভড ডিসপ্লে থাকবে।