Redmi Note 15 Pro+ প্রথম ফাইভ স্টার ওয়াটারপ্রুফ কোয়ালিটি সার্টিফিকেশন প্রাপ্ত ফোন
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro+ আগস্ট 21 চীনে Redmi Note 15 Pro এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। ফলে এখন থেকেও শাওমিপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। Redmi Note 15 Pro+ মডেলটি নিয়ে প্রত্যাশা সর্বাধিক। কারণ এটি উন্নত ডিসপ্লে, ব্যাটারি ও কানেক্টিভিটির সাথে ফ্ল্যাগশিপ-স্তরের অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করেছে কোম্পানি। অফিসিয়াল লঞ্চের পূর্বে স্মার্টফোনটির, ব্যাটারি, স্ক্রিন ডিউরাবিলিটি সহ বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ্যে এসেছে। এটি 7,000mAh ব্যাটারি পেয়েছে যা রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এর অর্থ হল আপনি হ্যান্ডসেটটি পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবেন।
কোম্পানিটি Weibo-তে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট করে জানিয়েছে যে, Redmi Note 15 Pro+ এর সামনে 6.83 ইঞ্চির মাইক্রো-কার্ভড ডিসপ্লে থাকবে যা 1.5K রেজোলিউশন, 1,800 নিটের স্বাভাবিক উজ্জ্বলতা, এবং 3,200 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস প্রদান করবে। স্ক্রিনে Xiaomi এর ড্রাগন ক্রিস্টাল গ্লাস প্রোটেকশন থাকবে, এবং পিছনের প্যানেলে ফাইবারগ্লাস কোটিং (আবরণ) থাকবে।
রেডমি নোট 15 Pro+ একটি 7,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। এটি 90W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং এবং 22.5W তারযুক্ত রিভার্স চার্জিং অফার করবে। ব্যাটারিটি 1600 বার সম্পূর্ণভাবে ডিসচার্জ এবং রিচার্জ করা যাবে। অর্থাৎ এটি ভালো মানের ব্যাটারির দিকেই ইঙ্গিত করছে। ফোনটি বেশ টেকসই হবে। 2 মিটার উচ্চতা থেকে 50 এর বেশি বার গ্রানাইটের উপর ফেলে পরীক্ষা করে দেখা হয়েছে।
রেডমির তাদের আসন্ন ফোনটিকে উচ্চ তাপমাত্রা, ধুলো এবং জল থেকে সুরক্ষা প্রদানের জন্য IP66 + IP68 + IP69 + IP69K রেটিং সহ বাজারে আনবে। সংস্থা দাবি করেছে যে, এটি প্রথম স্মার্টফোন যা ফাইভ স্টার ওয়াটারপ্রুফ কোয়ালিটি সার্টিফিকেশন পেয়েছে। এর মধ্যেই ডিভাইসটির একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে। এতে সম্পূর্ণ কার্ভড স্ক্রিন রয়েছে। ক্যামেরা মডিউলটি দেখতে অনেকটা বৃত্তাকার বর্গক্ষেত্রের মতো, যেখানে চারটি কোণা সামান্য বাঁকানো।
Redmi Note 15 Pro+ ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করবে। প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের হতে পারে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। সঙ্গে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে। টপ মডেলে 16 জিবি র্যাম থাকতে পারে। ফোনটি Snapdragon 7s Gen 3 প্রসেসরে চলতে পারে। যদিও চিপসেটের বিষয়টি আমরা এখনও নিশ্চিত করতে পারিনি।
উল্লেখ্য, Redmi 15 5G অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। এই স্মার্টফোনে 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেট, ও 6.9 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে গুগলের জেমিনাই এবং সার্কেল টু সার্চের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্সও আছে। এটির 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকায় লঞ্চ হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.