Redmi 15 Pro+ মডেলের একটি স্যাটেলাইট মেসেজিং এডিশনও লঞ্চ হয়েছে যা নেটওয়ার্ক বা WiFi না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি পরিষেবায় বার্তা পাঠাতে সক্ষম।
Redmi Note 15 Pro+ এর ব্যাটারি 1600 বার সম্পূর্ণ ডিসচার্জ এবং রিচার্জ করা যাবে। অর্থাৎ ভালো মানের ব্যাটারির দিকেই ইঙ্গিত করছে। এটি প্রথম স্মার্টফোন যা ফাইভ স্টার ওয়াটারপ্রুফ কোয়ালিটি সার্টিফিকেশন পেয়েছে।
Redmi Note 15 Pro+ হবে শাওমির সহযোগী সংস্থার স্যাটেলাইট সংযোগ সমর্থনকারী প্রথম স্মার্টফোন। এতে মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটারিটি হবে 7,000mAh।