7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Redmi Note 15 Pro সিরিজ, কত দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 অগাস্ট 2025 12:55 IST
হাইলাইট
  • Redmi Note 15 Pro সিরিজে Android 15 নির্ভর HyperOS 2 আছে
  • Redmi Note 15 Pro ও 15 Pro+ উভয়ই 6.83 ইঞ্চি ডিসপ্লে অফার করে
  • উভয় স্মার্টফোনে ফুল ওয়াটারপ্রুফিং রয়েছে

Redmi Note 15 Pro সিরিজে 7,000mAh ব্যাটারি আছে

Photo Credit: Redmi

Xiaomi তাদের রেডমি সাব-ব্র্যান্ডের অধীনে দু'টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ উভয়ই একরকম ডিজাইন, 7,000mAh ব্যাটারি, IP66, IP68, IP69, এবং IP69K ফুল-ওয়াটারপ্রুফিং সহ বাজারে এসেছে। Pro+ মডেলের একটি স্যাটেলাইট মেসেজিং এডিশনও লঞ্চ হয়েছে যা নেটওয়ার্ক বা WiFi না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি পরিষেবায় বার্তা পাঠাতে সক্ষম। Redmi Note 15 Pro চলে Dimensity 7400 Ultra প্রসেসরে, যেখানে Redmi Note 15 Pro+ মডেলটি Snapdragon 7s Gen 4 চিপসেটের সঙ্গে এসেছে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে দুই নতুন রেডমি স্মার্টফোনের দাম সহ খুঁটিনাটি তথ্য রইল।

Redmi Note 15 Pro+ স্পেসিফিকেশন, ফিচার্স ও দাম

Redmi Note 15 Pro+ এর সামনে 6.83 ইঞ্চি মাইক্রো কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন (1,280 x 2,772 পিক্সেল) অফার করে। স্ক্রিন সুরক্ষিত রাখতে শাওমির ড্রাগন ক্রিস্টাল কাঁচ রয়েছে। এটি স্ন্যাপড্রাগন 7এস Gen 4 প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে। চিপটি 16 জিবি LPDDR4X র‍্যাম ও 2 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

রেডমি নোট 15 প্রো+ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 1/1.55 ইঞ্চি 50 মেগাপিক্সেল লাইট ফিউশন 800 সেন্সর। আর বাকি একজোড়া ক্যামেরা হল 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। । ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।

Redmi Note 15 Pro+ এর অন্যতম আকর্ষণ হলল 7,000mAh ব্যাটারি। এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সমর্থন করে। এতে Xiaomi Surge P3 চার্জিং চিপ ও Surge G1 ফুয়েল গেজ চিপ ব্যবহার করা হয়েছে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে ফুল ওয়াটারপ্রুফিং, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ও আলট্রাসনিক ডিসট্যান্স সেন্সর উল্লেখযোগ্য।

চীনে Redmi Note 15 Pro+ এর দাম 1,899 ইউয়ান (প্রায় 23,000 টাকা) থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি + 256 জিবি স্টোরেজ আছে। টপ 16 জিবি র‍্যাম + 512 জিবি ভার্সনের দাম 2,299 ইউয়ান (প্রায় 28,000 টাকা) রাখা হয়েছে। ফোনটি সিডার হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং স্মোকি পার্পল রঙে পাওয়া যাবে। স্যাটেলাইট মেসেজিং এডিশনটি 2,399 ইউয়ান (প্রায় 29,000) টাকা মূল্যে লঞ্চ হয়েছে।

Redmi Note 15 Pro স্পেসিফিকেশন, ফিচার্স ও দাম

Redmi Note 15 Pro মডেলটি Pro+ ভেরিয়েন্টের মতো একই ডিসপ্লে, সফটওয়্যার, স্টোরেজ, ওয়াটারপ্রুফিং, চার্জিং চিপ, এবং ব্যাটারি অফার করে। তবে এটি MediaTek Dimensity 7400 Ultra চিপসেট দ্বারা চালিত। ফোনটির পিছনে দু'টি ক্যামেরা রয়েছে — 50 মেগাপিক্সেল প্রাইমারি (Sony LYT-600) ও 8 মেগাপিক্সেশল আল্ট্রা ওয়াইড ক্যামেরা (Sony IMX355)। সেলফি ক্যামেরাটি 20 মেগাপিক্সেলের। এতে 7,000mAh ব্যাটারি থাকলেও, 90W এর পরিবর্তে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রেডমি নোট 15 প্রো এর বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,399 ইউয়ান (প্রায় 17,000 টাকা)। অন্যদিকে, 12 জিবি + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি + 512 জিবি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে 1,599 ইউয়ান (প্রায় 20,000 টাকা) এবং 1,799 ইউয়ান (প্রায় 22,000 টাকা)। ফোনটি সিডার হোয়াইট, ক্লাউড পার্পল, মিডনাইট ব্ল্যাক এবং স্কাই ব্লু রঙে লঞ্চ হয়েছে। Redmi Note 15 Pro সিরিজ ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.83-inch
Processor MediaTek Dimensity 7400
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 7000mAh
OS Android
Resolution 1280x2772 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  2. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  3. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
  4. Oppo-র পাঁচ ক্যামেরার দুর্ধর্ষ ফোনের দাম 19,000 টাকা কমল, কিনবেন নাকি?
  5. Realme Neo 8: রিয়েলমি এবার আনছে 8,000mAh ব্যাটারির ফোন, চার্জ ছাড়াই সারাদিন চলবে
  6. 15,000 টাকার কমে কিনুন 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারির ফোন, আজ থেকেই সেল শুরু
  7. OnePlus 15 এর দাম লঞ্চের আগের দিনই ফাঁস! 165Hz রিফ্রেশ রেট, সেরা প্রসেসরে কাঁপাবে বাজার
  8. Reliance Jio ধামাকা অফার আনল, রিচার্জে জিতুন নগদ পুরষ্কার ও গোয়াতে ছুটি কাটানোর সুযোগ
  9. Exclusive: iQOO 15-এর দাম ফাঁস হল, ভারতের সবথেকে সস্তা প্রিমিয়াম ফোন?
  10. 17,000 টাকা সস্তা হল iPhone 16, এই কাজ করলে আরও 5,500 টাকা ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.