Redmi Note 15 5G জানুয়ারি মাসে এ দেশে আসছে। কিন্তু Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফেব্রুয়ারিতে ভারতে রিলিজ হবে বলে জানা গিয়েছে। Redmi Note 15 5G অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে। টিজার ইঙ্গিত করছে, এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে কার্ভড ডিসপ্লে থাকবে।
শাওমি তাদের প্রতিযোগিতামূলক দামের নীতি বজায় রাখতে চায়। সেই কারণেই Redmi Note 15 সিরিজের দাম বর্তমান Redmi Note 14 লাইনআপের মতো রাখা হতে পারে। উল্লেখ্য, Redmi Note 14 ও Redmi Note 14 Pro ভারতে যথাক্রমে 18,999 টাকা এবং 24,999 টাকায় লঞ্চ হয়েছিল। অন্য দিকে, টপ মডেল Note 14 Pro+ এর দাম 30,999 টাকা থেকে শুরু হয়েছিল।
Redmi 15 Pro+ মডেলের একটি স্যাটেলাইট মেসেজিং এডিশনও লঞ্চ হয়েছে যা নেটওয়ার্ক বা WiFi না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি পরিষেবায় বার্তা পাঠাতে সক্ষম।
Redmi Note 15 Pro+ এর ব্যাটারি 1600 বার সম্পূর্ণ ডিসচার্জ এবং রিচার্জ করা যাবে। অর্থাৎ ভালো মানের ব্যাটারির দিকেই ইঙ্গিত করছে। এটি প্রথম স্মার্টফোন যা ফাইভ স্টার ওয়াটারপ্রুফ কোয়ালিটি সার্টিফিকেশন পেয়েছে।
Redmi Note 15 Pro+ হবে শাওমির সহযোগী সংস্থার স্যাটেলাইট সংযোগ সমর্থনকারী প্রথম স্মার্টফোন। এতে মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাটারিটি হবে 7,000mAh।
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা।
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা।
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা।
ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা
Redmi Note 6 Pro ফোনে যোগ হয়েছে 6.26 ইঞ্চি 19:9 FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। আগামী 22 নভেম্বর নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro। 15,000 টাকার আশেপাশে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।