Redmi Turbo 5 লঞ্চ হতে পারে নভেম্বরে, 9,000mAh ব্যাটারিতে ঝড় তুলবে বাজারে

Redmi Turbo 5 শীঘ্রই লঞ্চ করতে চাইছে Xiaomi। নভেম্বর মাসেই বাজারে আসতে পারে।

Redmi Turbo 5 লঞ্চ হতে পারে নভেম্বরে, 9,000mAh ব্যাটারিতে ঝড় তুলবে বাজারে

Photo Credit: Redmi

Redmi Turbo 4 এই বছর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল

হাইলাইট
  • Redmi Turbo 5 চীনে আগামী মাসে লঞ্চ হতে পারে
  • এটি পাওয়ারফুল MediaTek Dimensity প্রসেসরে রান করবে
  • ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে
বিজ্ঞাপন

Redmi Turbo 5 নভেম্বরে লঞ্চ হয়ে যেতে পারে। Xiaomi এখনও কিছু ঘোষণা না করলেও, একটি সূত্র আগামী মাসেই অফিসিয়াল রিলিজের ইঙ্গিত করছে। পূর্বসূরী Redmi Turbo 4 চলতি বছর জানুয়ারিতে আত্মপ্রকাশ করেছিল। অর্থাৎ যদি খবর সত্যি হয়, তাহলে উত্তরসূরী মডেলটি আগেই বাজারে চলে আসতে পারে। Redmi Turbo 5-এর সবথেকে বড় হাইলাইট হতে পারে বিশাল 9,000mAh ব্যাটারি। এছাড়াও, আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মিড-রেঞ্জ স্মার্টফোনে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা যোগ করবে বলে শোনা যাচ্ছে।

টিপস্টার স্মার্ট পিকাচুর ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট থেকে জানা গিয়েছে, রেডমি টার্বো 5 শীঘ্রই লঞ্চ করতে চাইছে শাওমি। এমন দ্রুততার কারণ হতে পারে মিডিয়াটেকের নতুন প্রজন্মের চিপসেট, যা মিড-রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোনের জন্য একটি ফ্ল্যাগশিপ পর্যায়ের প্রসেসর হিসেবে তৈরি হচ্ছে। নাম নিশ্চিত করা যায়নি, তবে এখানে ডাইমেনসিটি 8500 আলট্রা প্রসেসরের কথা বলা হতে পারে।

Redmi Turbo 5 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

টিপস্টার আরও জানিয়েছে, Redmi Turbo 5 সাধারণ কিন্তু স্টাইলিশ ডিজাইনের ক্যামেরা মডিউলের সঙ্গে আসবে। এর মেটাল মিড-ফ্রেম শক্তিশালী ও প্রিমিয়াম লুকস দেবে। সিকিউরিটির জন্য, আসন্ন ডিভাইসটিতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এছাড়াও, ব্যাটারি Redmi Turbo 4-এর তুলনায় আরও পাওয়ারফুল হতে পারে।

আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Redmi Turbo 5-এর সামনে ফ্ল্যাট OLED LTPS ডিসপ্লে থাকতে পারে। এটি 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি 9,000mAh ব্যাটারি দ্বারা পরিচালিত হতে পারে, যার সঙ্গে 100W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। হ্যান্ডসেটটির বডি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এতে IP68 + IP69 রেটিং থাকতে পারে।

প্রসঙ্গত, Redmi Turbo 5 মডেলটির আগেই অক্টোবর 23, বৃহস্পতিবার Redmi K90 Pro Max লঞ্চ হতে চলেছে। এটি Redmi K সিরিজের ইতিহাসে প্রথম প্রো ম্যাক্স মডেল। এর ক্যামেরা মডিউল Xiaomi 17 সিরিজের স্টাইলে ডিজাইন করা হয়েছে। তবে এটি আরও বড় ও ক্যামেরার পাশে Bose-টিউনড স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে।

কোম্পানি আরও নিশ্চিত করেছে, K90 Pro Max ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 6.9 ইঞ্চি OLED ডিসপ্লে, DC ডিমিং, বৃহত্তম ভেপার চেম্বার কুলিং সিস্টেম (রেডমির সবথেকে বড়), 1/1.31 ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর, OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, 7,560mAh ব্যাটারি, ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo A6x 5G ভারতে 6,500mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল, দাম 12,499 টাকা
  2. Vivo X300 ও X300 Pro বাজার কাঁপানো ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ হল, ফোনে এবার DSLR ক্যামেরার মতো ছবি
  3. Sanchar Saathi: নতুন-পুরনো সমস্ত ফোনে ইনস্টল করতেই হবে এই অ্যাপ, নির্দেশ দিল কেন্দ্র
  4. Realme P4x 5G বাজেট স্মার্টফোনে বিপ্লব ঘটাবে, লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  5. iQOO 15 সেলে 8,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এমন অফার আর আসবে না
  6. Oppo Find X9 চোখ ধাঁধানো ভেলভেট রেড রঙে লঞ্চ হল, 7,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে
  7. Vivo S50 Pro Mini আসছে iPhone Air-এর মতো ডিজাইন নিয়ে, থাকবে হাই-টেক ফিচার্স
  8. Nothing Phone 3 Lite এর সঙ্গে 10,000 টাকার উপহার পাবে ক্রেতারা, চমকে দেওয়া অফার আনল কোম্পানি
  9. Realme C85 5G লঞ্চ হল 15,000 টাকার কমে, রয়েছে 7,000mAh ব্যাটারি ও 18GB পর্যন্ত র‍্যাম
  10. Reliance অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook ল্যাপটপ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »