Redmi Turbo 5 শীঘ্রই লঞ্চ করতে চাইছে Xiaomi। নভেম্বর মাসেই বাজারে আসতে পারে।
Photo Credit: Redmi
Redmi Turbo 4 এই বছর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল
Redmi Turbo 5 নভেম্বরে লঞ্চ হয়ে যেতে পারে। Xiaomi এখনও কিছু ঘোষণা না করলেও, একটি সূত্র আগামী মাসেই অফিসিয়াল রিলিজের ইঙ্গিত করছে। পূর্বসূরী Redmi Turbo 4 চলতি বছর জানুয়ারিতে আত্মপ্রকাশ করেছিল। অর্থাৎ যদি খবর সত্যি হয়, তাহলে উত্তরসূরী মডেলটি আগেই বাজারে চলে আসতে পারে। Redmi Turbo 5-এর সবথেকে বড় হাইলাইট হতে পারে বিশাল 9,000mAh ব্যাটারি। এছাড়াও, আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মিড-রেঞ্জ স্মার্টফোনে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা যোগ করবে বলে শোনা যাচ্ছে।
টিপস্টার স্মার্ট পিকাচুর ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট থেকে জানা গিয়েছে, রেডমি টার্বো 5 শীঘ্রই লঞ্চ করতে চাইছে শাওমি। এমন দ্রুততার কারণ হতে পারে মিডিয়াটেকের নতুন প্রজন্মের চিপসেট, যা মিড-রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোনের জন্য একটি ফ্ল্যাগশিপ পর্যায়ের প্রসেসর হিসেবে তৈরি হচ্ছে। নাম নিশ্চিত করা যায়নি, তবে এখানে ডাইমেনসিটি 8500 আলট্রা প্রসেসরের কথা বলা হতে পারে।
টিপস্টার আরও জানিয়েছে, Redmi Turbo 5 সাধারণ কিন্তু স্টাইলিশ ডিজাইনের ক্যামেরা মডিউলের সঙ্গে আসবে। এর মেটাল মিড-ফ্রেম শক্তিশালী ও প্রিমিয়াম লুকস দেবে। সিকিউরিটির জন্য, আসন্ন ডিভাইসটিতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এছাড়াও, ব্যাটারি Redmi Turbo 4-এর তুলনায় আরও পাওয়ারফুল হতে পারে।
আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Redmi Turbo 5-এর সামনে ফ্ল্যাট OLED LTPS ডিসপ্লে থাকতে পারে। এটি 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি 9,000mAh ব্যাটারি দ্বারা পরিচালিত হতে পারে, যার সঙ্গে 100W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। হ্যান্ডসেটটির বডি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এতে IP68 + IP69 রেটিং থাকতে পারে।
প্রসঙ্গত, Redmi Turbo 5 মডেলটির আগেই অক্টোবর 23, বৃহস্পতিবার Redmi K90 Pro Max লঞ্চ হতে চলেছে। এটি Redmi K সিরিজের ইতিহাসে প্রথম প্রো ম্যাক্স মডেল। এর ক্যামেরা মডিউল Xiaomi 17 সিরিজের স্টাইলে ডিজাইন করা হয়েছে। তবে এটি আরও বড় ও ক্যামেরার পাশে Bose-টিউনড স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে।
কোম্পানি আরও নিশ্চিত করেছে, K90 Pro Max ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 6.9 ইঞ্চি OLED ডিসপ্লে, DC ডিমিং, বৃহত্তম ভেপার চেম্বার কুলিং সিস্টেম (রেডমির সবথেকে বড়), 1/1.31 ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর, OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, 7,560mAh ব্যাটারি, ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন