2019 সালের অন্যতম অকার্ষনীয় ফ্ল্যাগশিপ হতে চলেছে Samsung Galaxy S10। এই ফোনের অপেক্ষায় রয়েছে গোটা টেক দুনিয়া। এবার কোন তথ্য ছাড়াই 20 ডিসেম্বর একটি লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করল Samsung। 20 জানুয়ারি সান ফ্রান্সিস্কোতে এই লঞ্চ অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে Samsung Galaxy S10 এর সাথেই সামনে আসতে চলেছে Galaxy S10+ আর Galaxy S10 Lite।
আরও পড়ুন: 48MP ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 7
ইতিমধ্যেই একাধিক মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে এই বছর Galaxy S সিরিজে তিনটি আলাদা ফোন লঞ্চ করবে Samsung। Samsung Galaxy S10 ফোনের একটি ভেরিয়েন্ট 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। একই ইভেন্টে কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পয়ানিটি।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
21 ফেব্রুয়ারি ভারতীয় সময় রাত 12 টা 30 মিনিট এই ইভেন্ট শুরু হবে। এখানে ক্লিক করে লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে পাবেন। Samsung Galaxy S10 ফোনে 5G কানেক্টিভিটির সাথেই থাকতে পারে 12GB RAM আর 1TB স্টোরেজ।
আরও পড়ুন: ভারতে নতুন ভেরিয়েন্টে হাজির হল Oppo A7
গত বছর এক ইভেন্টে বিশ্বে সামনে কোম্পানির ফোল্ডেবেল ডিভাইস নিয়ে এসেছিল Samsung। তখন জানানো হয়েছিল 2019 সালে বাজারে আসবে এই ডিভাইস। সাথে লঞ্চ হয়েছিল Samsung এর নতুন One UI ইউজার ইন্টারফেস।
আরও পড়ুন: আগামী সপ্তাহে শুরু হচ্ছে Honor View 20 প্রি-বুকিং, জেনে নিন স্পেসিফিকেশান
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন