অবশেষে লঞ্চ হল Vivo S6। এই ফোনে রয়েছে Exynos প্রসেসর। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
Vivo S6 -এ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে
অবশেষে লঞ্চ হল Vivo S6। এই ফোনে রয়েছে Exynos প্রসেসর। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জ সাপোর্ট। 5G কানেক্টিভিটি সহ এই ফোন নিয়ে এসেছে Vivo। আপাতত শুধুমাত্র চিনে এই স্মার্টফোন পাওয়া যাবে।
চিনে Vivo S6-এর দাম শুরু হচ্ছে 2,698 ইউয়ান (প্রায় 28,700 টাকা থেকে। একাধিক স্টোরেজ ও ও মেমোরি সহ এই দোন পাওয়া যাবে। 3 এপ্রিল চিনের বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে বিক্রি শুরু হচ্ছে Vivo S6।
ডুয়াল সিম Vivo S6-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 980 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB স্টোরেজ।
এই ফোনের পিছনের ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ হাজির হল Honor 30S
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5.1 ইত্যাদি। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 18W ফাস্ট চার্জিং। Vivo S6-এর ওজন 181 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications