ভারতে 4,000 কোটি টাকা লগ্নির ঘোষণা করল Vivo। উত্তর প্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে কারখানায় এই টাকা লগ্নি করেছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। আগামী চার বছরে এই কারখানায় 5,000 কর্মী কাজ পাবেন।
ইতিমধ্যেই 50 একর জায়গায় এই কারখানা রয়েছে। কারখানার পাশে অতিরিক্ত 169 একর জায়গা অধিগ্রন করা হয়েছে। ভারতের ক্রমবর্ধমান সাহায্যের জন্যই এই কারখানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Vivo। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি।
আরও পড়ুন: আপনিও এই ভুল করে নিজের স্মার্টফোনের ক্ষতি ডেকে আনছেন?
তবে এই 4,000 কোটি টাকার মধ্যে জমির দাম ধরা নেই। 2014 সালে প্রথম এখানে স্মার্টফোন কোম্পানি তৈরী করেছিল Vivo। নতুন কারখানা বাড়ানোর সিদ্ধান্ত এই অঞ্চলের আর্নৈতিক চিত্র বদলে দেবে।
“ভারত আমাদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ভারতে পরবর্তী ধাপের বৃদ্ধির জন্য আজ আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। এই কারখানা আশেপাশের অঞ্চলের অর্থনৈতিক চিত্রে আমুল পরিবর্তন নিয়ে আসবে।” বলেন Vivo র ব্যান্ড স্ট্র্যাটিজির ডিরেক্টার নিপুন মার্যা।
আরও পড়ুন: স্মার্টফোনে 2018 সালের সেরা 10টি ট্রেন্ড
কোম্পানি জানিয়েছে কোম্পানির নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এখন ভারতে যত Vivo স্মার্টফোন বিক্রি হয় তা গ্রেটার নয়ডার Vivo কারখানায় তৈরী হয়। সারা বিশ্বে Vivo র মোট চারটি স্মার্টফোন তৈরীর কারখানা রয়েছে। তার মধ্যে একটি গ্রেটার নয়ডার এই কারখানা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন