ফোনে এত অপ্রয়জনীয় অ্যাপ যেমন ফোনের ব্যাটারি অযথা নষ্ট করে তেমনি কমে যায় ফোনের পারফর্মেন্স। এছাড়াও আসুরক্ষিত অ্যাপ ফোনে অকারনে ডেকে আনতে পারে ম্যালওয়্যার।
ভারতবাসী নিজের স্মার্টফোনে 5টি থেকে 207টি অ্যাপ ইনস্টল করেন। তবে গড়ে প্রত্যেক ভারতবাসীর ফোনে 51টি করে অ্যাপ থাকে। বুধবার প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।
তবে ভারতবাসী নিজের ফোনে ইনস্টল করা সব অ্যাপ ব্যবহার করেন না। গড়ে 51টি অ্যাপ ইনস্টল করলেও গড়ে মাত্র 24টি অ্যাপ ব্যবহার করেন ভারতবাসী। সম্প্রতি টেকনোলজি রিসার্চ কনসাল্টিং ফার্ম techARC এর সমীক্ষার রিপোর্টে এই তথ্য জানিয়েছে।
ফোনে এত অপ্রয়জনীয় অ্যাপ যেমন ফোনের ব্যাটারি অযথা নষ্ট করে তেমনি কমে যায় ফোনের পারফর্মেন্স। এছাড়াও আসুরক্ষিত অ্যাপ ফোনে অকারনে ডেকে আনতে পারে ম্যালওয়্যার।
ভারতবাসী সারাদিনে মোট স্মার্টফোন ব্যবহারের 76 শতাংশ সোশ্যাল অ্যাপ। এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতবাসীর ফোনে জনপ্রিয় হয়েছে মোবাইল গেম। ভারতের 70 শতাংশ স্মার্টফোন গ্রাহক দিনে অন্তত একবার নিজের স্মার্টফোনে গেম খেলেন।
অর্ধেক গ্রাহক ব্যাঙ্কিং অ্যাপ সহ স্মার্টফোন থেকে ডিজিটাল লেনদেন করেন। এছাড়াও জনপ্রিয় হচ্ছে ভিডিও স্ট্রিমিং অ্যাপগুলি। সারা ভারতের 1,000 স্মার্টফোন গ্রাহকের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Fossil Evidence Shows Dinosaurs Flourished Until Their Final Days
Flattened Dark Matter May Explain Mysterious Gamma-Ray Glow at Milky Way’s Core, Study Finds
NASA Telescopes Capture First-Ever Companion Star Orbiting Massive Red Supergiant Betelgeuse
Scientists Caution That Artificial Cooling of Earth May Disrupt Monsoons and Weather Systems