Photo Credit: WEibo
Xiaomi –র ছত্রছায়া থেকে বেড়িয়ে নতুন ব্র্যান্ডের তকমা পেতে চলেছে Redmi। কোম্পানির প্রিমিয়াম Mi ব্র্যান্ডের পাশেই থাকবে Redmi ব্র্যান্ড। নতুন ব্র্যান্ড হিসাবে 10 জানুয়ারি প্রথম স্মার্টফোন লঞ্চ হবে। শাওমি প্রধান লেই জুন জানিয়েছেন এই Redmi ফোনে একটি 48MP ক্যামেরা থাকবে। আগেও একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে এই স্মার্টফোন আগমনের জানান দিয়েছিলেন জুন। আগামী 10 জানুয়ারি চিনে এই স্মার্টফোন লঞ্চ হবে।
আরও পড়ুন: Xiaomi মাস্ক পরে বায়ু দূষণকে করুন ঢিসুম! ঢিসুম!
চিনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে এক পোস্টে Xiaomi প্রধান জুন জানিয়েছেন আগামী 10 জানুয়ারি পরবর্তী Redmi ফোন লঞ্চ হবে। একই পোস্টে Redmi ব্র্যান্ডের নতুন লোগো প্রকাশ করেছে জুন। এই পোস্টেই জুন জানিয়েছেন 10 জানুয়ারি লঞ্চ হওয়া Redmi ফোনে 48MP ক্যামেরা থাকবে। ঐ দিন ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে বেজিং এ এক ইভেন্টে লঞ্চ হবে নতুন Redmi ফোন।
আরও পড়ুন: জানুয়ারি আপডেটে PUBG Mobile এ যোগ হবে এই ফিচারগুলি
জুন জানিয়েছেন Redmi সিরিজের নতুন ফোনে ফ্ল্যাগশিপ কনফিগারেশান থাকবে। এই প্রথম Redmi ব্র্যান্ডের অধীনে ফ্ল্যাগশিপ স্পেফিফিকেশান লঞ্চ হতে চলেছে। এক গ্রাহকের প্রশ্নের উত্তরে জুন জানিয়েছেন, শুধুমাত্র ই-কমার্স পল্যাটফর্ম থেকেই বিক্রি হবে Redmi ফোন। আর দামের সাথে পারফর্মেন্সের দারুন সমন্বয় থাকবে Redmi ফোনে। তবে Mi সিরিজের ফোনগুলি প্রধানত মিডরেঞ্জ স্মার্টফোন। অফলাইন ও অনলাইনে Mi ফোন পাওয়া যাবে। তবে Redmi ফোন শুধুই অনলাইনে কেনা যাবে।
আরও পড়ুন: পরবর্তী Xiaomi স্মার্টফোনে থাকবে 48MP ক্যামেরা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন