সম্প্রতি ভারতে Mi AirPOP PM2.5 অ্যান্টি পলিউশান মাস্ক লঞ্চ করেছে Xiaomi। ভারতে প্রায় সব শহরে ক্রমবর্ধমান বায়ু দূষণের কথা মাথায় রেখেই এই প্রোডাক্ট লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। শুধুমাত্র Mi.com থেকে নতুন এই মাস্ক কেনা যাবে। একটি Mi AirPOP PM2.5 অ্যান্টি পলিউশান মাস্কের দাম 249 টাকা। কোম্পানি জানিয়েছে এই মাস্কের চার স্তর ফিন্ট্রারেশান বাতাসের 99 শতাংশ PM2.5 কণাকে দূরে রাখবে। রোজকার ব্যবহারের জন্য আদর্শ এই মাস্ক। থ্রিডি ডিজানের Mi AirPOP PM2.5 অ্যান্টি পলিউশান মাস্কের ত্বকের কথা মাথায় রেখে বিশেষ উপাদান ব্যবহার হয়েছে।
আরও পড়ুন: বিরল ‘সুপার ব্লাড মুন' দেখা যাবে জানুয়ারিতে
ভারতে Mi AirPOP PM2.5 অ্যান্টি পলিউশান মাস্ক এর দাম 249 টাকা। একটি প্যাকে দুটি মাস্ক থামকবে। কোম্পানি জানিয়েছে দুটি মাস্ক ব্যবহার করে এক মাস দূষণ মুক্ত থাকা যাবে। এই মাস্কের চার স্তর ফিন্ট্রারেশান বাতাসের 99 শতাংশ PM2.5 কণাকে দূরে রাখবে। রোজকার ব্যবহারের জন্য আদর্শ এই মাস্ক।
আরও পড়ুন: 21 দিন ব্যাকআপ! ফিরে এল Nokia?
এই মাস্কের প্রাথমিক স্তরে বাতাসে তুলনামুলক বড় কণা আটকাবে। এর পরেই রয়েছে একটি ইলেকট্রস্ট্যাটিক মাইক্রো-ফিট্রেশান স্তর। জলীয় বাষ্পের হাত থেকে বাঁচতে আলাদা স্তর থাকছে নতুন মাস্কে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন