জার্মানিতে প্রকাশিত এক রিপোর্টে সব থেকে বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় এমন 16 টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় সবার উপরে রয়েছে Xiaomi Mi A1।
তড়িৎ চুম্বকীয় বিকিরণে এক নম্বরে রয়েছে Xiaomi Mi A1
যে কোন স্মার্টফোন থেকে কম বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়। যা মানবদেহের জন্য ক্ষতিকারক। কোন স্মার্টফোন থেকে কত তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় সম্প্রতি সেই তালিকা সামনে এসেছে। এই তালিকায় সবার উপরে রয়েছে Xiaomi Mi A1। জার্মানিতে প্রকাশিত এক রিপোর্টে সব থেকে বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় এমন 16 টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় উপরের দিকে রয়েছে একাধিক Xiaomi ও OnePlus স্মার্টফোন। উল্লেখযোগ্যভাবে এই তালিকা কোন Samsung ফোন দেখা যায়নি।
আরও পড়ুন: সস্তা হল Honor 8C, কোথায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন?
![]()
ছবি সৌজন্যে: Statista
আরও পড়ুন: Jio GigaFiber সংক্রান্ত সব প্রশ্ন ও তার উত্তর
Statista-র পোস্ট করা এই তালিকায় এক নম্বরে রয়েছে Xiaomi Mi A1। এই ফোন ব্যবহারে প্রতি কিলোগ্রামে 1.74 ওয়াট বিকিরণ শোষণ করে। এই তালিকায় দুই নম্বরে রয়েছেন OnePlus 5T। এই ফোনের বিকিরণ শোষণের পরিমাণ 1.68 ওয়াট প্রতি কিলোগ্রাম। তালিকায় তিন ও চার নম্বরে রয়েছে Mi Max 3 আর OnePlus 6T। এই দুটি ফোনের বিকিরণ শোষণের পরিমাণ যথাক্রমে 1.58 ও 1.55 ওয়াট প্রতি কিলোগ্রাম।
![]()
ছবি সৌজন্যে: Statista
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা, Super AMOLED ডিসপ্লে সহ বাজারে ঝড় তুলবে Vivo V15 Pro
প্রকাশিত তালিকায় Xiaomi ও OnePlus ছাড়াও জায়গা করে নিয়েছে HTC, Google, Apple, Sony ও ZTE এর মতো জনপ্রিয় স্মার্ট ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। তবে উল্লেখযোগ্যভাবে বিকিরণ এর দিক থেকে প্রথম 16 টি স্মার্টফোনের তালিকা একটিও Samsung স্মার্টফোন দেখা যায়নি। Samsung এর সমথেকে বেশি বিকিরণ দেখা গিয়েছে Galaxy Note 8 স্মার্টফোনে। Samsung Galaxy Note 8 ফোনে বিকিরণের পরিমাণ 0.17 ওয়াট প্রতি কিলোগ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
PS Plus Monthly Games for December Announced: Lego Horizon Adventures, Killing Floor 3, Neon White and More
Samsung Galaxy A37 5G Spotted on Geekbench With Exynos Chipset, Android 16