সোমবার ট্যুইটারে Xiaomi জানিয়েছে 24 এপ্রিল ভারতে লঞ্চ হবে Redmi Y3। ঐ দিন দুপুর 12 টায় লঞ্চ ইভেন্ট শুরু হবে। ট্যুইটার পোস্টে জানানো হয়েছে Redmi Y3 তে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi Y3 তে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
কয়েক দিন আগেই ট্যুইটারে ঝলক প্রকাশ হয়েছিল। এবার Redmi Y3 ফোন লঞ্চের দিন ঘোষণা করল Xiaomi। Redmi Y সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতোই Redmi Y3 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের সেলফি ক্যামেরা। Redmi Y3 ফোনে ব্যবহার হয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 24 এপ্রিল ভারতে লঞ্চ হবে Y সিরিজের লেটেস্ট স্মার্টফোন।
সোমবার ট্যুইটারে Xiaomi জানিয়েছে 24 এপ্রিল ভারতে লঞ্চ হবে Redmi Y3। ঐ দিন দুপুর 12 টায় লঞ্চ ইভেন্ট শুরু হবে। ট্যুইটার পোস্টে জানানো হয়েছে Redmi Y3 তে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে একই ধরনের ডিসপ্লে নচ দেখা গিয়েছিল।
Redmi Y3 ফোনের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় থাকছে Samsung ISOCELL Bright GD1 সেন্সার। একাধিক Redmi ফোনের মতোই Redmi Y3 ফোনে থাকতে পারে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule