2.9 মিলিয়ান ডলারে (প্রায় 20 কোটি টাকা) আইন্সটাইনের হাতে লেখা এই চিঠি নিলামে বিক্রি হয়েছে। 1954 সালে লেখা এই চিঠি নিলামে 1.5 মিলিয়ান ডলারে (প্রায় 10 কোটি টাকা) বিক্রি হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা।
1954 সালে জার্মান দার্শনিক এরিক গুটকিন্ডকে নিজের কাজের ব্যাখ্যা দিতে এই চিঠি লিখেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন
নিলামে বিক্রি হল আইন্সটাইনের ‘গড লেটার'। 2.9 মিলিয়ান ডলারে (প্রায় 20 কোটি টাকা) আইন্সটাইনের হাতে লেখা এই চিঠি নিলামে বিক্রি হয়েছে।
1954 সালে লেখা এই চিঠি নিলামে 1.5 মিলিয়ান ডলারে (প্রায় 10 কোটি টাকা) বিক্রি হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা।
74 বছর বয়সে এই চিঠি লিখেছিলেন আইস্টাইন। জার্মান দার্শনিক এরিক গুটকিন্ডকে নিজের কাজের ব্যাখ্যা দিতে এই চিঠি লিখেছিলেন নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী।
বিজ্ঞান ও ধর্মের মেলবন্ধনে যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছিল এই চিঠি।
“মৃত্যুর এক বছর আগে এই ব্যাক্তিগত চিঠিটি লিখেছিলেন আইনস্টাইন। এই চিঠিতে তাঁর বৈজ্ঞানিক ও দার্শনিক চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে।” বলে এই বিবৃতিতে জানিয়েছে ক্রিস্টিস। এই নিলাম ঘর থেকেই বিক্রি হয়েছে আইন্সটাইনের ‘গড লেটার'। যা সম্ভাব্য দামের দ্বিগুণ দামে নিলামে বিক্রি হয়েছে।
“ঈশ্বর শব্দটি আমার কাছে মানুষের দুর্বলতা অভিব্যক্তি এবং পণ্য ছাড়া আর কিছুই না।” এই চিঠিতে লিখেছিলেন আইন্সটাইন।
এর আগেও একাধিক নিলামে আইনস্টাইনের অন্য চিঠি বিক্রি হয়েছিল। 2017 সালে 6,100 মার্কিন ডলারে (প্রায় 4.3 লক্ষ টাকা) বিক্রি হয়েছিল এক ছাত্রকে লেখা আইনস্টাইনের চিঠি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp for Android May Let Users Reserve Same Usernames Used on Facebook and Instagram